ঢাকা বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

প্রাক্তন প্রেমিকের দাওয়াত ফিরিয়ে দিলেন সাফা কবির!

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৪:৪৭ পিএম
মেহজাবীন-রাজীব ও সাফা কবির। ছবি: সংগৃহীত

অশান্ত বাংলাদেশ! প্রতি মুহূর্তেই খবরের শিরোনামে বিভিন্ন ঘটনা। উত্তেজনার মধ্যেই আচমকাই সুসংবাদ। অবশেষে চারহাত এক হল ছোট পর্দার অভিনেত্রী ও নির্মাতার। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি ঢাকার অদূরে মধুমতি মডেল টাউনে দীর্ঘদিনের ‘প্রেমিক’ পরিচালক-প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন মেহজাবীন চৌধুরী।

তাদের গায়ে হলুদ ও বিয়েতে একান্ত কাছের মানুষেরা নিমন্ত্রণ পেয়েছিলেন। তবে আরেক অভিনেত্রী সাফা কবিরের সঙ্গে দীর্ঘদিন ধরে দূরত্ব থাকলেও বিয়েতে প্রাক্তন ‘প্রেমিকা’কে নিমন্ত্রণ করতে ভুল করেননি এক সময়ের ‘প্রেমিক’ আদনান আল রাজীব। তবে প্রাক্তন প্রেমিকের দাওয়াত ফিরিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। তাদের ঘনিষ্ঠ কয়েকজন দৈনিক রূপালী বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বলা দরকার, ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সাফা কবির। ক্যারিয়ারের শুরুর দিকে রাজীবের নির্দেশনায় বেশকিছু কাজ করে নির্মাতার নজর কাড়েন। 
একটা সময় সাফা-রাজীব চুপিসারে চুটিয়ে প্রেম চালিয়ে যান। চাউর আছে, মেহজাবীনের সঙ্গে প্রেমের সম্পর্ক চলাকালীনই সাফার সঙ্গে রাজীব মন দেওয়া নেওয়া করে।

তবে তাদের সেই প্রেম বেশিদিন টিকেনি। কাটা হয়ে দাঁড়ান মেহজাবীন! সাফা-রাজীবের মধ্যে তৈরি হয় দূরত্ব। এরপর তাদের মুখ দেখাদেখিও বন্ধ হয়ে যায়। তবে জীবনের দ্বিতীয় ইনিংসে প্রাক্তন প্রেমিকাকে দাওয়াত দিতে ভুল করেননি রাজীব। তবে চোখের সামনে এক সময়ের প্রেমিক রাজীব আরেক সহকর্মীর গলায় মালা দিবেন কিছুতেই মানতে পারছিলেন না সাফা কবির। যে কারণে প্রাক্তন প্রেমিকের দাওয়াত ফিরিয়ে দিয়েছেন তিনি! মন খারাপ অভিনেত্রীর।

প্রসঙ্গত, ২০১২ সালের ৯ এপ্রিল আদনান আল রাজীবের সঙ্গে মেহজাবীনের প্রথম দেখা হয়েছিল। ২০১৯ সালে রাজীবের সঙ্গে ঢাকার একটি বিপণিবিতানে মেহজাবীনের হাত ধরাধরি করে হাঁটার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপরই তাদের সম্পর্কের গুঞ্জন ছড়ায়। ১৩ বছরের প্রেমের সম্পর্ক গড়াল বিয়ের পিঁড়িতে।