ঢাকা বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

দায়িত্ব পালনে ব্যস্ত এফডিসির নতুন ব্যবস্থাপনা পরিচালক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৫, ০৮:০৬ পিএম
চলচ্চিত্র পরিচালক মাসুমা রহমান তানি

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সদ্য নিয়োগ পেয়েছেন চলচ্চিত্র পরিচালক মাসুমা রহমান তানি। তাকে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দোসর দাবি করে অপসারণ দাবি করে গত রোববার দুপুরে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয় বৈষম্যহীন চলচ্চিত্র স্বার্থ সংরক্ষণ নামের নতুন একটি সংগঠন।

আল্টিমেটামে দেওয়া সময় ফুরিয়ে গেলেও নতুন এই ব্যবস্থাপনা পরিচালক নিজে থেকে সরে যাননি বা তাকে অপসারণ করা হয়নি। আর এ নিয়ে সংগঠনের ব্যানের পরবর্তী করণীয় ঠিক হয়নি বলেও জানা গেছে। এ নিয়ে হাস্যরসের সৃষ্টি হয়েছে। তবে নিজ দায়িত্ব পালনে বেশ সময় পার করছেন এফডিসির নতুন এই ব্যবস্থাপনা পরিচালক। এফডিসিকে কর্মমুখি করতে এরই মধ্যে বেশকিছু মিটিং সেরেছেন তিনি।

মাসুমা তানি বলেন, উজ্জল স্যার বা অন্যদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমি এখন সবাইকে নিয়ে কাজে মনোযোগী হতে চাই, সবার সহযোগিতা চাই। উজ্জল স্যারের দোয়া চাই।

জানা গেছে, গত রোববার দুপুরে এফডিসি বহিঃপ্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা দেন সংগঠনটির উপদেষ্টা বিএনপির কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল।