বলিউড সুপারস্টার শাহরুখ খানের বসবাস করেন বান্দ্রায়। তার বাড়ির নাম ‘মান্নাত’। মুম্বাই গেলে ভক্তরা প্রিয় অভিনেতার বাড়ি দেখতে চান। বিশেষ দিনে মান্নাত থেকেই ভক্তদের দেখা দেন শাহরুখ। এবার পরিবারের সদস্যদের নিয়ে সেই বাড়ি ছেড়ে ভাড়া বাসায় উঠবেন মান্নাত। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা গেছে পরিবার সদস্যদের নিয়ে শাহরুখ মান্নাত ছেড়ে নতুন ঠিকানায় উঠছেন। তবে এটি স্থায়ী পরিবর্তন নয়। মূলত মান্নাতের পুনর্নির্মাণ ও সম্প্রসারণের কাজের জন্যই তারা সাময়িকভাবে অন্যত্র বসবাস করবেন।
শাহরুখ, তার স্ত্রী গৌরী খান এবং তাদের সন্তানরা মুম্বাইয়ের বান্দ্রার পালি হিলে উঠছেন। বলিউড প্রযোজক ভাসু ভাগনানির নির্মিত এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে চারটি ফ্লোর ভাড়া নিয়েছেন তিনি। এই অ্যাপার্টমেন্টের মালিক ভাসু ভাগনানির ছেলে অভিনেতা জ্যাকি ভাগনানি ও মেয়ে দীপশিখা দেশমুখ।
শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট সম্প্রতি এই অ্যাপার্টমেন্টের জন্য `লিজ এন্ড লাইসেন্স` চুক্তি করেছে। জানা গেছে, প্রতি মাসে এই ফ্ল্যাটগুলোর জন্য ২৪ লাখ রুপি ভাড়া দিতে হবে কিং খানের পরিবারকে।
শাহরুখ খানের `মান্নাত` শুধু তার ব্যক্তিগত বাড়ি নয়, বরং এটি বলিউডের অন্যতম ঐতিহ্যবাহী একটি স্থাপনা। মুম্বাই ভ্রমণে আসা ভক্তরা প্রায়ই মান্নাতের সামনে ভিড় করেন। কিন্তু বাড়ির সম্প্রসারণের জন্যই খান পরিবারকে সাময়িকভাবে এটি ছাড়তে হচ্ছে। ২০২৪ সালের নভেম্বরে গৌরী খান মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটিতে আবেদন করেন মান্নাতের ছয়তলা ‘অ্যানেক্স বিল্ডিং’-এর ওপর আরও দুইতলা বাড়ানোর অনুমতির জন্য। অনুমতি পাওয়ার পরই প্রকল্পের কাজ শুরু হয়েছে। এই সম্প্রসারণের মাধ্যমে বাড়ির আয়তন আরও ৬১৬.০২ বর্গমিটার বাড়বে এবং প্রকল্পের আনুমানিক ব্যয় হবে ২৫ কোটি রুপি।
আপনার মতামত লিখুন :