আসছে ‘পাঠান-২’, আবারও একসঙ্গে শাহরুখ ও দীপিকা

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৫, ১২:১৪ পিএম

আসছে ‘পাঠান-২’, আবারও একসঙ্গে শাহরুখ ও দীপিকা

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় জুটি শাহরুখ খান এবং দীপিকা পাড়ুকোন। ২০২৩ সালে তাদের অভিনীত ছবি ‘পাঠান’ মুক্তি পায়। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই স্পাই থ্রিলারটি বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করেছিল। এখন শোনা যাচ্ছে, ‘পাঠান ২’ ছবিতে আবারও শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে ফিরছেন দীপিকা। স্পাই এজেন্ট ‘রুবিনা’র চরিত্রে ফিরে আসবেন তিনি এবং তার চরিত্রে আরও নতুন চমক থাকতে পারে, এমন ইঙ্গিত দিয়েছে যশরাজ ফিল্মস।

চার বছর পর ‘পাঠান’ ছবির মাধ্যমে শাহরুখ খান বড় পর্দায় ফিরেছিলেন। প্রথম ছবিটি দেখার পর থেকেই দর্শকরা সিক্যুয়েলের জন্য অপেক্ষা করছিলেন। তাদের জন্য সুখবর , ‘পাঠান ২’ ছবির চিত্রনাট্য প্রস্তুত হয়ে গেছে এবং বর্তমানে সংলাপ লেখা চলছে। যশরাজ ফিল্মস ছবির শুটিং শুরু করার পরিকল্পনা করছে।

এমনও শোনা গেছে যে, ‘পাঠান’ মুক্তির আগেই নির্মাতা আদিত্য চোপড়া সিক্যুয়েলের কাজ শুরু করেছিলেন। প্রথম ছবির রেকর্ড ভাঙতে চান তিনি, তাই ‘পাঠান ২’ নিয়ে যশরাজ ফিল্মসের বড় পরিকল্পনা রয়েছে।

চিত্রনাট্য আরও শক্তিশালী করা হয়েছে এবং এর জন্য সময় নিয়ে কাজ করা হয়েছে। শ্রীধর রাঘবন এবং আব্বাস টায়ারওয়ালা সহ আদিত্য নিজেও চিত্রনাট্য লেখার কাজে যুক্ত ছিলেন।

তবে, পরিচালক এখনও চূড়ান্ত হয়নি। এটা নিশ্চিত যে, ‘পাঠান’-এর পরিচালক সিদ্ধার্থ আনন্দ সিক্যুয়েল পরিচালনা করবেন না। আদিত্য নতুন কোনো পরিচালককে সিক্যুয়েল পরিচালনার দায়িত্ব দিতে চান। আবার কিছু সূত্রে শোনা যাচ্ছে যে, আদিত্য নিজেই ‘পাঠান ২’ পরিচালনা করবেন। আর যদি তা না হয়, তবে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়কে পরিচালক হিসেবে বেছে নেওয়া হতে পারে।

‘কিং’ ছবির শুটিং শেষ করার পর শাহরুখ খান ‘পাঠান ২’-এর শুটিং শুরু করবেন। সুজয় ঘোষ পরিচালিত ‘কিং’ ছবিতে আরও অভিনয় করেছেন অভিষেক বচ্চন, সুহানা খান, অভয় ভার্মা প্রমুখ। ছবিটি ২০২৬ সালে মুক্তি পাবে।

আরবি/এফআই

Link copied!