আগামী রোজার ঈদে এফ এ মিউজিক ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে গীতিকবি ফারুক আনোয়ারের লেখা এবং সংগীত পরিচালক সম্রাট আহমদের সুর ও সংগীত আয়োজনে জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের ‘ফিরে পাব কি আবার’ শিরোনামে একটি আধুনিক গান।
এ প্রসঙ্গে গীতিকবি ও এফ এ মিউজিকের কর্ণধার ফারুক আনোয়ার বলেন, ‘আমার লেখা গানের অন্তর নিহিত আবেদন অনুযায়ী অসাধারণ সুর এবং সংগীত আয়োজন করেছেন সম্রাট আহমেদ। একই সঙ্গে গানের কথা এবং সুর হৃদয়ে ধারণ করে বরাবরের মতো চমৎকার গেয়েছেন আসিফ আকবর। আশা করছি, গানটি সবার ভালো লাগবে।’
কণ্ঠশিল্পী আসিফ আকবর বলেন, ‘গানটির কথা খুব ভালো। সম্রাট এ প্রজন্মের খুব মেধাবী একজন সংগীত পরিচালক হিসেবে গানটিতে চমৎকার সুর ও সংগীত আয়োজন করেছে। আশা করি, গানটি শ্রোতাদের কাছে বেশ গ্রহণযোগ্যতা পাবে।’
সম্রাট আহমেদ বলেন, ‘গানের কথা অনুযায়ী আমি ভালো সুর করার চেষ্টা করেছি। গীতিকবি যেমন দুর্দান্ত লিখেছেন ঠিক তেমনই আসিফ ভাই গানটি বেশ যত্নসহকারে গেয়েছেন। আশা করছি, গানটি শ্রোতা মহলে সারা ফেলবে।’
আপনার মতামত লিখুন :