ঢাকা শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৫

বিয়ে করেছি ভালোবেসে, ধর্মের প্রসঙ্গ কখনোই ওঠেনি: সোনাক্ষী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০২:৫৯ পিএম
সোনাক্ষী সিনহা-জাহির ইকবাল

সম্প্রতি ‘ধর্মের কারণে’ বিতর্কের শিরোনামে এসেছেন সোনাক্ষী সিনহা। শোনা যায়, তার ভিনধর্মী বিয়ের কারণে নাকি অভিনেত্রীর দুই ভাই, লব ও কুশ, তাদের বিয়ের অনুষ্ঠানে অংশ নেননি। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে গত বছর দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু সমালোচনা হলেও, সোনাক্ষী এবং জাহির সুখী সংসার করছেন, এবং তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই সুখের ঝলকও দেখা যায়। এবার স্বামীর পক্ষে মুখ খুললেন সোনাক্ষী।

এ নিয়ে শোনা যায়, সোনাক্ষীর বিয়ের পর এক ঝড় বয়ে গিয়েছিল ‘রামায়ণ’-এ, তবে শত্রুঘ্ন সিনহা শেষ পর্যন্ত মেয়ে সোনাক্ষীর বিয়েতে উপস্থিত ছিলেন। তবে বোনের বিয়েতে সোনাক্ষীর দুই ভাই ছিলেন না।

অনেকেই কৌতুহল প্রকাশ করছিলেন, সোনাক্ষী কি চুপিচুপি ধর্মান্তরিত হয়েছেন? তবে এ বিষয়ে এক সাক্ষাৎকারে সোনাক্ষী জানান, তারা কখনো ধর্মের বিষয়ে ভাবেননি। তার মতে, তারা দু’জন মানুষ একে অপরের প্রেমে পড়েছিলেন এবং বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন। সোনাক্ষী বলেন, এই বিয়েতে কেউ কারও ধর্ম চাপিয়ে দেয়নি। আমি আমার ধর্ম ও সংস্কৃতিকে সম্মান করি এবং তিনি তার ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে চলেছেন।

তিনি আরও বলেন, সে আমার বাড়িতে দীপাবলির পুজার সময় বসে থাকে, আমি তার পরিবারের নিয়াজের সময়ে উপস্থিত থাকি। আমরা একে অপরের সংস্কৃতি এবং ধর্মীয় রীতিনীতিকে সম্মান করি।

সোনাক্ষী বলেন, ধর্মান্তরিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমরা একে অপরকে ভালোবাসি, সেটাই গুরুত্বপূর্ণ। আমাদের বিয়ে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে হয়েছে, আমি হিন্দু, সে মুসলিম, এবং আমরা কখনোই কাউকে ধর্মান্তরিত হওয়ার কথা বলিনি। বিষয়টি খুব সাধারণ।