হঠাৎ বাজার থেকে তেল উধাও, চটেছেন নায়িকা মুক্তি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ১০:১৫ এএম

হঠাৎ বাজার থেকে তেল উধাও, চটেছেন নায়িকা মুক্তি

ছবি: সংগৃহীত

প্রতিবারের মতো এ বছরও রমজানের আগে স্বস্তি নেই বাজারে। ক্রেতাদের অভিযোগ বাজারে পাওয়া যাচ্ছে না সয়াবিন তেল! যেখানে পাওয়া যাচ্ছে সেখানেও তেলের চড়া দাম ক্রেতাদের অস্বস্তিতে ফেলছে। তেল নিয়ে সিন্ডিকেট করার অভিযোগ এনে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ জানিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।

ফেসবুকে তিনি লেখেন, শুরু হয়ে গেছে খাঁটি মুসলমানদের রোজা নিয়ে ব‍্যবসা। রমজান মাস উপলক্ষে সয়াবিন তেল নিয়ে তেলবাজি করছে প্রতিটি ব্যবসায়ী। দোকানে তেল থাকা সত্ত্বেও বলে তেল নেই। কারো কারো দোকানে তেল পেলেও দামের চেয়ে বাড়তি ৩০ টাকা অথবা অন্য বড় কোনো পণ্য কিনতে হবে। কারণ জানতে চাইলে দোষ চাপান কোম্পানির ঘাড়ে। রোজা শুরু হতে না হতেই শুরু হয়েছে সাধারণ মানুষদের জিম্মি করে মাত্রা অতিরিক্ত দাম নেওয়া। এটি আজকের বনশ্রীর প্রতিটি দোকানের অবস্থা।

সিন্ডিকেটের কথা উল্লেখ করে ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমার এই অভিনেত্রী লেখেন, সিন্ডিকেট করে দাম বাড়ানোর নতুন কৌশলে নেমেছেন ব্যবসায়ীরা। পুরো বনশ্রী ঘুরেও এক লিটার তেল কিনতে পারলাম না। হঠাৎ বাজার থেকে বোতলজাত তেল উধাও হয়ে গিয়েছে। এর পেছনে রয়েছে ব্যবসায়ীদের কারসাজি। রোজার মাস এলে ব্যবসায়ীরা মুনাফার জন্য কেমন অমানবিক হয়ে ওঠে।

সাধারণ মানুষের কথা বিবেচনা করে দ্রুত সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে বাণিজ্য উপদেষ্টা ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন দর্শকনন্দিত অভিনেত্রী আনোয়ারা বেগমের মেয়ে চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।

আরবি/জেডআর

Link copied!