শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ১১:২৬ এএম

‘পাগলা পাগলী’তে মুগ্ধ করছেন অলংকার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ১১:২৬ এএম

‘পাগলা পাগলী’তে মুগ্ধ করছেন অলংকার

অভিনেত্রী অলংকার চৌধুরী

প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেত্রী অলংকার চৌধুরী নিয়মিত নাটকে ও মিউজিক ভিডিওতে অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত হচ্ছেন। কিছুদিন আগে তার অভিনীত ‘রুমকির সংসার’ নাটকটি প্রচারে আসে। এই নাটকে তার অনব্য অভিনয় র্শককে মুগ্ধ করে। 

আবার গেলো দুই সপ্তাহ আগে অলংকারের নতুন মিউজিক ভিডিও ‘পাগলা পাগলী’ প্রচারে আসে। কলি সরকার ও আকাশ মাহমুদের গাওয়া ‘পাগলা পাগলী’ গানের মিউজিক ভিডিওতে মডেল হয়ে দারুণ সাড়া ফেলেছেন অলংকার। গানটি লিখেছেন রাসেল কবির। সুর করেছেন আকাশ মাহমু। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন নাজমুল ইভান। 

এতে অলংকারের সঙ্গে মডেল ছিলেন হামজা খান। অলংকার খুউব অল্প সময়ে এই গানের ভিডিওতে মডেল হয়ে বেশ সাড়া পাচ্ছেন। অলংকার চৌধুরী বলেন,‘ এর আগেও বামি মিউজিক ভিডিওতে অভিনয় করেছি। 

আমার প্রতিটি কাজের জন্যই বেশ ভালো সাড়া পেয়েছি। প্রতি নিয়তই ভালো ভালো গানের মিউজিক ভিডিও আসছে। তবে পাগলা পাগলী গানটির মিউজিক ভিডিও মডেল হয়ে অবিশ্বাস্যরকম সাড়া পাচ্ছি। এই গানের মিউজিক ভিডিওর শূটিং এর আগে আমরা রিহার্সেল করেছি। 

কোরিওগ্রাফার রোহান বিল্লাল ভাই আমারে বেশ ভালোভাবে গানটির তালে তালে নাচের বিষয়টি বেশ আন্তরিকতার সাথে তুলে গিয়েছেন। যে কারণে আমরাও কাজটি বেশ মনোযোগ দিয়ে করার চেষ্টা করেছি। ঠিকঠাক মতো করতে পেরেছিলাম বলেই গানটি প্রকাশের পর ভীষণ সাড়া পাচ্ছি।

 ধন্যবাদ এই মিউজিক ভিডিওর নির্মাতা নাজমুল ইভান ভাই’সহ তার পুরো টিমকে। সত্যি বলতে কী মনের মতো গানের মিউজিক ভিডিওতে কাজ করতে বেশ ভালোলাগে। কারণ গান প্রচারে আসার পরা দারুণ সাড়াও মিলে। পাগলা পাগলী’র ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। আরেকটি কথা না বললেই নয় , দর্শক শ্রোতারা যখন আমাদের কাজকে ভালোবাসেন, তখন আমরা সফল হই। আশা করছি আগামীতে আরো ভালো ভালো গানের মিউজিক ভিডিওতে আমাকে দেখা যাবে।’ এেিক আগামী ঈদ উপলক্ষ্যে অলংকার এরইমধ্যে বেশকিছু ভালো ভালো গল্পের নাটকে অভিনয় করেছেন।

 

রূপালী বাংলাদেশ

Link copied!