‘রমজান মাসে শুটিং করি না’

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২, ২০২৫, ০১:৩৫ পিএম

‘রমজান মাসে শুটিং করি না’

ছবি: সংগৃহীত

১৭ বছরের ক্যারিয়ারে খুব বেশি সাফল্য না পেলেও নাটক-সিনেমাতে কাজ করে যাচ্ছেন সমানতালেই অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। তবে  রোজার মাসে শুটিং থেকে বিরত থাকেন বলে জানিয়েছেন তিনি।

প্রিয়াঙ্কা জামান গণমাধ্যমে বলেন, ‘রমজান মাসে আমি শুধু আল্লাহর ইবাদত করব, নামাজ পড়ব। বাসায় আব্বু-আম্মুকে সময় দেব। নিজেকে সময় দেব।’

অভিনেত্রী বলেন, ‘এই একটা মাস আমি কোনো শুটিং করি না। আমি যে ধারাবাহিক নাটকগুলোতে জড়িত আছি এই ধারাবাহিক নাটকের শুটিং না হলে আমি কোনো শুটিংই করি না। এক মাস আমি নিজের প্রতি যত্ন নিই। আর ইবাদত করি। ইবাদতে মশগুল থাকি।’  

 

আরবি/এসবি

Link copied!