শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৭:০৩ পিএম

চুমু দিয়ে প্রতিশোধ নিলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ০৭:০৩ পিএম

চুমু দিয়ে প্রতিশোধ নিলেন অভিনেত্রী

হলিউড অভিনেতা অ্যাড্রিয়েন ব্রডি (বামে) ও অভিনেত্রী হ্যালি বেরি (ডানে)

৯৭তম অস্কার প্রদান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী হ্যালি বেরি। সেখানে দুইবারের অস্কারজয়ী অ্যাড্রিয়েন ব্রডির সঙ্গে একটি আইকনিক মুহূর্তের জন্ম দিয়েছেন তিনি । যা ফিরিয়ে এনেছে ২২ বছর আগের অস্কারের রেড কার্পেটের আরও একটি আইকনিক মুহূর্তকে।

এবারে ‘দ্য ব্রুটালিস্ট’ ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রডি। অস্কার জয়ের পর সাক্ষাৎকার দিচ্ছিলেন। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে সেসময় উপস্থিত ছিলেন হ্যালি বেরিও। তিনি ব্রডিকে দেখতে পেয়ে ছুটে আসেন। সবাইকে অবাক করে দিয়ে সাহসী এবং অপ্রত্যাশিতভাবে তিনি ব্রডিকে চুমু দিয়ে বসেন।

অবশ্য ৫৮ বছর বয়সী হ্যালি চুমু দেয়ার আগে ব্রডির দীর্ঘকালীন সঙ্গী জর্জিনা চ্যাপম্যানেরও অনুমতিও নিয়েছেন মজা করে। তিনি বলেন, ‘দুঃখিত, জর্জিনা, কিন্তু আমাকে এটা করতে হবে।’ এটুকু বলেই তিনি ব্রডির উপর উষ্ণ চুম্বন নিয়ে ঝাঁপিয়ে পড়েন। সেই মুহূর্তের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।

সেইসঙ্গে ফিরে এসেছে ২০০৩ সালের নস্টালজিয়া, যেখানে এই দুই তারকা ঘনিষ্ঠ চুম্বনে আবদ্ধ হয়েছিলেন। ব্রডিকে অস্কারের রেড কার্পেটে চুম্বন শেষে জড়িয়ে ধরে হ্যালি সেই সময়টাকে মনে করলেন। তিনি স্মৃতিচারণ করে বলেন, ‘২০ বছর ধরে আমি তাকে রেড কার্পেটে এনে চুম্বন দেওয়ার অপেক্ষা করছিলাম!’

২০০৩ সালে যখন ব্রডি ‘দ্য পিয়ানিস্ট’ ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতেছিলেন। তখন তিনি হ্যালি বেরিকে অবাক করে চুম্বন দিয়েছিলেন। সেই সময় হ্যালি বলেছিলেন, ‘সত্যি বলতে তখন কি হচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। ব্রডি অনেক ইমোশনাল ছিল। আমাকে চুমু দিয়ে বসেছে।’

সেই পরিস্থিতি বদলে গেল ২২ বছর পর। চুমু দিয়ে সেদিনের চুমুর প্রতিশোধ নিলেন অভিনেত্রী। হ্যালি বেরি বলেন, ‘সে রাতের পর থেকেই আমি এটির প্রতিশোধ নিতে চেয়েছিলাম। অবশেষে সেটা পেরেছি।’

অ্যাড্রিয়েন ব্রডিও এই মুহূর্তটি স্বীকার করে নিলেন হ্যালি বেরিকে আলিঙ্গন করে। উপস্থিত সবাই মুহূর্তটি উপভোগ করে যেন প্রমাণ করলেন, ২২ বছর পরও একটি চুম্বনের আবেদন প্রাণবন্ত থাকে এবং সেটি সবার কাছে একটি মুগ্ধতা ছড়ানো গল্প হয়ে উঠতে পারে।

আরবি/এসএমএ

Link copied!