শখের বসে উপস্থাপনা করি: ঐন্দ্রিলা আহমেদ

রুহুল আমিন ভূঁইয়া

প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ১১:৩৪ এএম

শখের বসে উপস্থাপনা করি: ঐন্দ্রিলা আহমেদ

ঐন্দ্রিলা আহমেদ। ছবি: সংগৃহীত

ছোট পর্দার দর্শকনন্দিত অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ। মহানায়কখ্যাত প্রয়াত অভিনেতা বুলবুল আহমেদের মেয়ে ঐন্দ্রিলা। তার মা ডেইজি আহমেদও ছোট পর্দার গুণী অভিনেত্রী। তবে বাবা ও মায়ের পরিচয়ের বাইরেই ঐন্দ্রিলা দেশীয় শোবিজে নিজের আলাদা একটি অবস্থান তৈরি করে নিয়েছেন। টিভি নাটকের দর্শকনন্দিত এই অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাতেও অনবদ্য। 

চাকরি, সংসারের পাশাপাশি সুযোগ পেলেই পর্দায় হাজির হন তিনি। রমজান মাস উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) শুরু হয়েছে নতুন অনুষ্ঠান ‘ইফতারের রসুইঘর’। আর এই অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন ঐন্দ্রিলা আহমেদ। এর মধ্য দিয়ে প্রায় বিশ বছর পর বিটিভির অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। কাজ ও সমসাময়িক প্রসঙ্গে দৈনিক রূপালী বাংলাদেশের সঙ্গে কথা বলেছেন ঐন্দ্রিলা।


২০ বছর পর
১৫ বছর ধরে রান্নার অনুষ্ঠান করছি। এ পর্যন্ত ১১টি চ্যানেলে রান্নার অনুষ্ঠান করেছি। তবে কখনো বিটিভিতে করা হয়নি। এবার তিনটি চ্যানেল থেকে রান্নার অনুষ্ঠান করার প্রস্তাব এসেছিল। সবকিছু মিলিয়ে বিটিভির শো পছন্দ হওয়াতে এটি বেছে নেওয়া। বিটিভি আমার শৈশবের প্রিয় জায়গা। যেখানে অনেক খেলাধুলা করেছি। জায়গাটা অনেক চেনা। জন্মের পর থেকে বিটিভিতে কাজ করেছি। অভিনয়ে নাম লেখিয়ে বিটিভির নাটকে কাজ করেছি। কিন্তু মাঝে ২০ বছর কোনো কাজে ডাক পাইনি। এত বছর পর কাজের প্রস্তাব পেয়ে নষ্টালজিক হয়ে যাই। অনেক দিন পর চিরচেনা জায়গায় কাজ করতে পেরে খুবই ভালো লাগছে। বিটিভিতে বাবার সঙ্গে অনেক আসতাম। এখানে আমার অনেক স্মৃতি।

কেন দেখবে
অনুষ্ঠানের আইডিয়াটা অসাধারণ। ভিন্ন আইডিয়ার অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব পেয়ে আর না করতে পারিনি। আয়োজনে এখানে একজন অতিথি থাকেন। তার সঙ্গে রান্না নিয়ে গল্প আড্ডায় দারুণ সময় কেটে যায়। এটি প্রযোজনা করছেন মাহবুবা ফেরদৌস, আফরোজা সুলতানা ও এল রুমা আক্তার।

ডাক না পাওয়া
দীর্ঘ ২০ বছর অনেক কাজ হলেও আমি কখনো বিটিভিতে ডাক পাইনি। কেন পাইনি সেটা আমি নিজেও জানি না। তবে বিটিভির কাজের জন্য মুখিয়ে থাকতাম। যেহেতু ছোটবেলার অন্যরকম ভালো লাগার জায়গা যে, কারণে এখানকার কাজ বেশ টানত। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নই তারপরও কেন ডাক পাইনি জানি না। সরকার পতনের পর আমার শো দিয়ে বিটিভির স্টুডিও ফের চালু হয়েছে। বিটিভিতে সর্বশেষ একটি নাটক করেছিলাম।

ব্যস্ততা 
বিটিভির অনুষ্ঠানটি নিয়েই আপাতত ব্যস্ততা। আজও (গতকাল) অনুষ্ঠানটির শুটিং করছি। ৩০ পর্বের অনুষ্ঠানটির ২৪ পর্বের শুটিং করলাম। করপোরেট চাকরি করি, যে কারণে অভিনয়ের সময় সেভাবে মিলে না। শখের বসে উপস্থাপনা করি নিজের সুবিধাজনক সময়। 

অভিনয়ে নেই
খুব ভালো এবং মনমতো স্ক্রিপ্ট না পেলে অভিনয় করব না। ভালো গল্প ও চরিত্র পেলেই অভিনয়ে দেখা যাবে। করার জন্য কাজ করতে চাই না।

নির্মাণ
আব্বুকে নিয়ে এরই মধ্যে ডকুমেন্টারি নির্মাণ করেছি। বায়োপিক নির্মাণের প্রস্তুতি চলছে। যেখানে আব্বুর বর্ণাঢ্যময় জীবন উঠে আসবে রুপালি পর্দায়। তাড়াহুড়ো করে নয়, চিত্রনাট্য তৈরি করা থেকে শিল্পী নির্বাচনের কাজসহ বায়োপিকের খুঁটিনাটি সবকিছু সময় নিয়ে করতে চাই। কোনো সুপারস্টারকে নিয়ে কাজটি করার আগ্রহ আছে। বায়োপিক লিখতে তিন বছর লেগেছে। সবকিছু মিলিয়ে সময় নিয়ে কাজটি শুরু করব। আমি কখনো কাজ করার জন্য করি না।
 

রূপালী বাংলাদেশ

Link copied!