বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ১২:১৫ পিএম

রাশমিকাকে ‍‍ ‘শিক্ষা দেওয়া উচিত…‍‍’, কংগ্রেস বিধায়কের ‍‍‘হুমকি‍‍’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ১২:১৫ পিএম

রাশমিকাকে ‍‍ ‘শিক্ষা দেওয়া উচিত…‍‍’, কংগ্রেস বিধায়কের ‍‍‘হুমকি‍‍’

রাশমিকা মান্দান্না। ছবি: সংগৃহীত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দান্না আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি ‘ছাবা’ ছবির প্রচারে গিয়ে তিনি নিজেকে ‘হায়দরাবাদের বাসিন্দা’ বলে উল্লেখ করেন, যা কর্ণাটকের অনেকের মনে ক্ষোভের জন্ম দিয়েছে। বিশেষ করে, কর্ণাটকের কংগ্রেস বিধায়ক রবিকুমার গৌড়া গণিগা এই মন্তব্যকে ‘কন্নড় ভাষার প্রতি অবজ্ঞা’ হিসেবে দেখছেন এবং রাশমিকাকে ‘উচিত শিক্ষা’ দেওয়ার কথা বলেছেন।

কেন চটেছেন কংগ্রেস বিধায়ক?

কর্নাটকের বেঙ্গালুরুতে আয়োজিত একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে সরকারি আমন্ত্রণ পেয়েছিলেন রাশমিকা মান্দান্না। কিন্তু তিনি সেই আমন্ত্রণ ফিরিয়ে দেন। 

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কংগ্রেস বিধায়ক রবিকুমার গৌড়া গণিগা বলেন, ‘রাশমিকা মান্দান্না কর্নাটকের কন্নড় সিনেমা ‘কিরিক পার্টি’ দিয়ে তার ক্যারিয়ার শুরু করেছিলেন। অথচ, গত বছর যখন আমরা তাকে চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানাই, তিনি তা প্রত্যাখ্যান করেন। শুধু তাই নয়, তিনি নাকি বলেছিলেন— ‘আমার বাড়ি হায়দরাবাদে, আমি জানি না কর্নাটক কোথায়। আমার এত সময় নেই, তাই আমি আসতে পারব না।’

বিধায়কের আরও অভিযোগ, রাশমিকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি বারবার এড়িয়ে গেছেন। 

তিনি আরও বল্বন, ‘আমাদের এক বিধায়ক বন্ধু তাকে প্রায় ১০-১২ বার আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু রাশমিকা রাজি হননি। অথচ, কন্নড় ইন্ডাস্ট্রিতে কাজ করেই তিনি তার ক্যারিয়ার গড়েছেন, এখন সেই ইন্ডাস্ট্রিকেই উপেক্ষা করছেন। তাই আমাদের উচিত তাকে শিক্ষা দেওয়া।"

রাশমিকা মান্দান্না।

সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া

রাশমিকার এই মন্তব্য এবং কংগ্রেস বিধায়কের প্রতিক্রিয়ার পর বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন, রাশমিকার মতো তারকাদের নিজেদের শিকড়ের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত। আবার অনেকে মনে করছেন, এটি একটি ভুল বোঝাবুঝি হতে পারে এবং তার বক্তব্যকে অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয়েছে।

এখনও পর্যন্ত রাশমিকা মান্দান্না এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে এই বিতর্ক যে তাকে বেশ বিপাকে ফেলেছে, তা বলাই যায়।  

আরবি/এসএস

Link copied!