ঢাকা মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫

তাইফের জন্মদিনে তানজিন তিশার সারপ্রাইজ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৪, ২০২৫, ০১:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

এ সময়ের শোবিজের পরিচিত এক নাম শিশুশিল্পী তাওহিদুল ইসলাম তাইফ। মডেলিংয়ের মাধ্যমে মিডিয়া অঙ্গনে পথচলা শুরু। বর্তমানে তাইফ নিয়মিত মডেলিং, নাটক ও সিনেমায় অভিনয় করছেন। এই শিশুশিল্পী ব্যস্ত সময় পার করছে আসন্ন ঈদের কাজ নিয়ে।

শিশু শিল্পীদের মধ্যে তাইফ বর্তমানে সবার পছন্দের শীর্ষে। সবাইকে মিষ্টি কথায় আর দুষ্টুমিতে সারাক্ষণ মাতিয়ে রাখে। বর্তমানে নাটক ও বিজ্ঞাপনে যেসব ক্ষুদে শিল্পী রয়েছে তাদের মধ্যে অন্যতম তাইফ। এই ক্ষুদে তারকার বড় চুলের জন্য নাটক-বিজ্ঞাপনে রয়েছে বাড়তি চাহিদা।

জনপ্রিয় এই মডেল-অভিনয় শিল্পীর জন্ম ২০১৬ সালের ৪ মার্চ ঢাকায়। আজ তাইফের জন্মদিন। ঘরোয়া ভাবেই দিনটি কাটছে। তবে জন্মদিনের প্রথম প্রহর কেটেছে শুটিংয়ে। গতকাল আল মাসুদ পরিচালিত ‘অবুঝ বায়না’ নাটকের শুটিং সেটে তাইফের জন্মদিন পালন করেছে জনপ্রিয় অভিনয়শিল্পী তানজিন তিশা ও খায়রুল বাসার।

তাইফের মা দৈনিক রূপালী বাংলাদেশকে বলেন, ‘এবারের জন্মদিনের শুরুটা হয় শুটিং সেটে। তানজিন তিশা সবাইকে কেক কেটে তাইফের জন্মদিন পালন করে সারপ্রাইজ দিয়েছে। আজ ঘরোয়া ভাবেই দিনটি কাটছে। ঈদ সামনে রেখে ফটোশুট ও নাটকের কাজের ব্যস্ততা যাচ্ছে।’

তাইফের বাবা মো. রফিকুল ইসলাম শরিফ একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন। আর মা মমতাজ ইয়াসমিন তানিয়া একজন গৃহিণী। শুটিংয়ে তাইফের সঙ্গী মা। মাসের প্রায় ২০ দিন শুটিং করতে হয় এই ক্ষুদে তারকাকে। তাইফের মিডিয়াতে কাজ করার পেছনে সবচেয়ে বড় অবদান তার মায়েরই। ছেলেকে দিয়ে মায়ের স্বপ্ন পূরণ করছেন।