ইন্ডাস্ট্রিতে আমার যেভাবে এন্ট্রি, এটায় এলে সিনেমার গল্পের মতো লাগে। এ রকমই দেখায় যে একটা মেয়ে ইন্ডাস্ট্রিতে আসল, একটা টিভিসি করল, তারপর সবাই চিনে গেল স্টার হয়ে গেল! আমার আসলে জার্নিটা এরকমই একটা জার্নি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অল্পতেই তারকাখ্যাতি পাওয়া প্রসঙ্গে এভাবেই বলেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
অন্য তারকার মতো ক্যারিয়ারের শুরুর দিকে খুব একটা বেগ পোহাতে হয়নি তাকে। শুরুর পথটা বেশ মসৃণ পেয়েছিলেন এ অভিনেত্রী। নিজের মুখেই জানালেন অতীতের গল্প। মিষ্টি হাসির প্রভা জানান, ক্যারিয়ারের শুরুরা অনেকটা আশীর্বাদের মতোই কেটেছে তার। এইচএসসি পরীক্ষা দেওয়ার সময় পর্দায় আসেন তিনি। এরপর শুধু এগিয়ে যাওয়ার গল্প।

নিজেকে বিলবোর্ডে দেখতে পছন্দ করেন জানিয়ে প্রভা বলেন, "মনে আছে যখন অনেক বড় বড় বিলবোর্ডগুলো থাকত যেহেতু আমি একটা বিউটি সোপের মডেল ছিলাম। তখন আসলে আমার প্রচুর বিলবোর্ড বিভিন্ন জায়গায় থাকত, আমার কাছে ভালোই লাগত। খুব উপভোগ করতাম।"
তিনি আরও বলেন, তিনি যখন ইউনিভার্সিটিতে তখন ওনার বাসা ছিল মোহাম্মদপুরে, উত্তরা টু মোহাম্মদপুর জার্নিটায় বেশ বড় বড় বিলবোর্ড থাকত তার। যা দেখতে মজাই লাগত।
আপনার মতামত লিখুন :