স্বর্ণই কাল হলো অভিনেত্রীর

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ১১:১০ এএম

স্বর্ণই কাল হলো অভিনেত্রীর

ছবি: সংগৃহীত

ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪.৮ কেজি স্বর্ণসহ গ্রেপ্তার হলেন কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রান্যা রাও।

সোমবার (৩ মার্চ) রাতে তাকে গ্রেপ্তার করে দেশটির রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর। খরব এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দর থেকে ১৪.৮ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে অভিনেত্রী রান্যা রাওয়ের কাছ থেকে। পরে তাকে গ্রেপ্তার করে রাজস্ব গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা। অভিনেত্রী এমিরেটসের একটি ফ্লাইটে এসেছিলেন। কিছুদিন পরপর আন্তর্জাতিক ভ্রমণের কারণে তাকে নজরদারিতে রাখা হয়েছিল বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, অভিনেত্রী রান্যা রাও তার পোশাকের মধ্যে স্বর্ণে র বার লুকিয়ে তা পাচার করছিলেন বলে অভিযোগ রয়েছে। তিনি ১৫ দিনের মধ্যে ৪ বার দুবাই ভ্রমণ করেছেন। এ কারণে কর্তৃপক্ষ সন্দেহ প্রকাশ করে এবং রান্যা রাও ফেরার পর অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, দক্ষিণী এই অভিনেত্রী তার খ্যাতি ব্যবহার করে কাস্টমস চেক এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তিনি অবতরণের সময় নিজেকে কর্ণাটকের পুলিশ মহাপরিচালকের মেয়ে দাবি করেছিলেন। এমনকি সেখান থেকে বাড়ি যাওয়ার জন্য স্থানীয় পুলিশ সদস্যদের সঙ্গে যোগাযোগ করছিলেন।

আরবি/এসবি

Link copied!