এ প্রজন্মের অভিনেত্রী অপর্ণা কির্ত্তনীয়া। ছোট পর্দায় নিয়মিত কাজ করছেন তিনি। পাশাপাশি বিভিন্ন পণ্যের বিজ্ঞাপন দেখা গেছে তাকে।
প্রথমবারের মতো এই অভিনেত্রী কাজ করছেন চলচ্চিত্রে। তবে দেশের সিনেমা নয়, হলিউডের সিনেমায় কাজ করছেন তিনি। সিনেমার নাম ‘ফ্লিটিং লাইট’। ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমের জন্য সিনেমাটি নির্মাণ করেছেন হলিউডের পরিচালক লিওন লি।
সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্য ধারণ হয়েছে। এই চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢাকার অপর্ণা কির্ত্তনীয়া। এক বাংলাদেশি মেয়ের সঙ্গে একজন চায়নিজ ব্যবসায়ীর প্রেম, বিয়ে এবং বিচ্ছেদের এক মনোমুগ্ধকর মিশ্রণ দেখা যাবে এই চলচ্চিত্রটিতে।
এক সাক্ষাৎকারে অপর্ণা বলেন, ‘সিনেমায় কাজ করা সবারই স্বপ্ন থাকে। কিন্তু সেই স্বপ্নের শুরুটা হয় যদি সরাসরি আন্তর্জাতিক সিনেমা দিয়ে, তা অন্যরকম ভালো লাগার। হলিউডের সিনেমায় কাজ করা সবার স্বপ্ন থাকে। ঠিক একইভাবে আমারও স্বপ্ন ছিল আর এই স্বপ্নটি বাস্তবায়ন করেছে পরিচালক লিওন লি। যার কারণে তার কাছে আমি কৃতজ্ঞ। চলচ্চিত্রটিতে আবেগ, সংগীত এবং গল্প বলার এ মনোমুগ্ধকর মিশ্রণ দেখা যাবে যার ফলে দর্শক খুব সদরে গ্রহণ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’

জানা গেছে, সবকিছু ঠিক থাকলে চলতি বছরই অ্যামাজন প্রাইমে চলচ্চিত্রটি দেখা যাবে। এই চলচ্চিত্রের আরও অভিনয় করেছেন অনিক খান, খালিদ মাহাবুব, আয়েশা সিদ্দিকা দিয়া প্রমুখ।
এদিকে, অপর্ণা অভিনীত কলকাতায় মুক্তির অপেক্ষায় আছে ফিচার ফিল্ম ‘সুপারি কিলার’। চলতি বছর সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন সুস্মিত মণ্ডল।
আপনার মতামত লিখুন :