ঈদে আসছে ‘জ্বীন-৩’

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০৪:৫৪ পিএম

ঈদে আসছে ‘জ্বীন-৩’

ছবি: সংগৃহীত

২০২৪ সালের ঈদের চলচ্চিত্র ‘জ্বীন-২’ সিনেমাটি মোটামুটি ব্যবসা সফল হয়েছিল। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এবার তারা সিনেমাটির তৃতীয় কিস্তি আনছে। এর নাম ‘জ্বীন-৩’। আগামী ঈদে মুক্তির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

এই সিনেমায় অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও আবদুন নুন সজল। সিনেমাটি পরিচালনায় আছেন কামরুজ্জামান রোমান।

সুমন নামের একটি ছেলেকে নিয়ে এর গল্প। জাজের কর্ণধার আব্দুল আজিজ বলেন, ‘এবারও বাস্তব গল্প নিয়ে সিনেমা নির্মাণ করেছি। এটার জন্য কোরআন শরীফের জিন নিয়ে যত আয়াত আছে সব পড়েছি। গতবার একটি মেয়েকে (মোনা) নিয়ে সিনেমাটি তৈরি হয়েছিল। এবার একটি ছোট ছেলেকে দেখা যাবে।’ 

তিনি আরও জানান, শপাশের চেনাজানা বাস্তব জ্বীনের গল্প থাকছে নতুন সিনেমায়। বর্তমানে ‍‍`জ্বীন ৩‍‍` সিনেমার ডাবিং চলছে।

পরিচালক কামরুজ্জামান রোমান জানান, এখন সিনেমাটির ডাবিং চলছে। সার্টিফিকেট পেলেই সিনেমাটি মুক্তির জন্য পুরোপুরি প্রস্তত হয়ে যাবে।

আরবি/এসএমএ

Link copied!