অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেট তারকা ডেভিড ওয়ার্নারের ভারতপ্রীতি নতুন করে বলার কিছু নেই। আইপিএলের সূত্রে তিনি ভারতেই নিয়মিত থাকেন স্ত্রী-সন্তানসহ। ভারতের কৃষ্টি কালচার নিয়েও তার ভালোবাসার শেষ নেই। সেইসঙ্গে ভারতের সিনেমা নিয়ে ওয়ার্নার বেশ আগ্রহী। প্রায়ই নানা সিনেমার প্রচারে দেখা যায় তাকে।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে ওয়ার্নারের সিনেমায় অভিষেকের খবর। তবে আল্লু অর্জুনের কোনও সিনেমা নয়, অন্য এক তেলেগু সিনেমায় নাম লেখাচ্ছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে মিথ্রি মুভিজের প্রযোজক রবি শঙ্কর।
সোমবার হায়দরাবাদে এক ইভেন্টে রবি জানান, ভেঙ্কি কুদুমুল্লা পরিচালিত এবং নীতীন-শ্রীলীলা অভিনীত ‘রবিনহুড’ সিনেমায় আছেন ওয়ার্নার। একটি ছোট চরিত্রে অভিনয় করেছেন তিনি।ওই ইভেন্টের সঞ্চালক রবিকে অনুরোধ করেন, সিনেমার বিষয়ে কিছু অজানা তথ্য জানানোর জন্য।
তখন অভিনেতা নীতীন ইশারা করলে রবি বলেন, ডেভিড ওয়ার্নার এই সিনেমায় আছেন। পরিচালকের অনুমতি ছাড়াই এটা প্রকাশ্যে আনায় আমি দুঃখিত। তবে সিনেমায় ওয়ার্নারের চরিত্রটা খুবই নজরকাড়া। ‘রবিনহুড’-এর মাধ্যমেই ভারতীয় সিনেমায় আত্মপ্রকাশ করছেন ডেভিড, এটা গর্বের বিষয় আমাদের কাছে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ওয়ার্নার যে চরিত্রে অভিনয় করছেন, সেই কাজের জন্য প্রতিদিন ১ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি।
গত বছর সেপ্টেম্বর মাসেই ওয়ার্নারের তেলুগু সিনেমায় নামার খবর প্রকাশ্যে আসে। মেলবোর্নে একটি জায়গায় শুটিং করতে দেখা যায় তাকে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ মার্চ সিনেমাটি মুক্তি পাবে।