মোদীর ছবি দেখে কী বললেন শাহরুখ?

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ৫, ২০২৫, ০৭:৩১ পিএম

মোদীর ছবি দেখে কী বললেন শাহরুখ?

ছবি: সংগৃহীত

অনন্ত অম্বানী-পুত্রের বন্যপ্রাণী উদ্ধার, পুনর্বাসন ও সংরক্ষণ কেন্দ্র ‘বনতারা’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

এ সময় তিনি পুরো বনতারা ঘুরে দেখেছেন। বন্যপ্রাণীদের সঙ্গে বেশ সময়ও কাটিয়েছেন। সেই সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন মোদী নিজেই। সেই ছবিগুগুলোকেই কেন্দ্র করে এবার মুখ খুললেন শাহরুখ খান।

অনন্ত অম্বানীর প্রশংসা করে বলিউড বাদশাহ লিখেছেন, ‘পশুদেরও ভালোবাসা পাওয়ার অধিকার রয়েছে। ওদেরও সুরক্ষা ও যত্নেরও প্রয়োজন। ওদেরও স্বাস্থ্য প্রয়োজন। আমাদের এই পৃথিবীর জন্যও ওদের যত্নের দরকার আছে।’

মোদীর হাতেই এই উদ্বোধনকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তিনি। তাই শাহরুখ মন্তব্য করে বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি বনতারার গুরুত্ব আরও বাড়িয়ে দিয়েছে। কোন মানুষের মন কতটা পরিষ্কার তা বোঝা যায় পশুদের প্রতি তাদের প্রেম দেখে।’

অনন্তের প্রশংসায় মুগ্ধ হয়ে বাদশাহ বলেছেন, ‘অসহায় পশুদের জন্য অনন্তের এমন কাজ সত্যিই বড় ব্যাপার। বাবু, ভালো কাজ করতে থাকো।’

এদিকে ভারতের প্রধানমন্ত্রীও বনতারার প্রশংসা করেছেন। তিনি সামাজিক যোগাযোগ মাধম্যে লিখেছেন, ‘বনতারার মতো উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।’
 

আরবি/জেডি

Link copied!