অনুরাগ কাশ্যপের সিরিজ় ‘সেক্রেড গেমস’-এ রূপান্তরকামীর চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন কুবরা সেইট। সম্প্রতি গর্ভপাত নিয়ে এক মন্তব্য করে আলোচনার কেন্দ্র হন এই অভিনেত্রী। তার সেই মন্তব্য ঘিরে এখন সামাজিক যোগাযোগে চলছে আলোচনা। এ নিয়ে তৈরি হয়েছে বিতর্কও। কিন্তু এবার ‘রামায়ণ’ নিয়ে মন্তব্য করলেন এই অভিনেত্রী।
ইতিমধ্যেই নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে নেট দুনিয়ায়। ছবিতে রামের চরিত্রে অভিনয় করবেন রণবীর কপূর। সীতার চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে।
জানা যায়, একটি চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন কুবরাও। কিন্তু নির্বাচিত হননি বলে এবার মুখ খুলেছেন এসব বিষয়ে।
অভিনেত্রী বলেছেন, ‘শূর্পণখার চরিত্রের জন্য আমি একেবারে সঠিক ছিলাম। আমার নাকের গড়নের জন্যই আমি এই চরিত্রে মানানসই। কিন্তু ওরা তো আমাকে নিলো না। আমার এখন কৌতূহল হচ্ছে, এই চরিত্রের জন্য ওরা কাকে নিয়েছে।’