পরীমণির হৃদয়ে নতুন প্রেমের ইঙ্গিত, ফেসবুকে রহস্যময় ছবি প্রকাশ!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ১২:২৮ এএম

পরীমণির হৃদয়ে নতুন প্রেমের ইঙ্গিত, ফেসবুকে রহস্যময় ছবি প্রকাশ!

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি কি আবারও প্রেমে পড়েছেন? তার সাম্প্রতিক ফেসবুক পোস্ট দেখে তেমনই ইঙ্গিত মিলছে! মঙ্গলবার (৫ মার্চ) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেন তিনি, যেখানে দেখা যাচ্ছে ‘ভালোবাসার মানুষের’ বাহুডোরে আবিষ্ট নায়িকা।

ছবির ক্যাপশনে আজকের তারিখ উল্লেখ করে আবেগমাখা ভাষায় পরীমণি লিখেছেন— “প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে।” এরপর আরও জানান, তার জীবন প্রেম আর ভালোবাসায় আবৃত থাকুক, তবে বিচ্ছেদ যেন সেই আবরণ ছিন্ন করতে না পারে।

তিনি লেখেন, “জীবন ভালোবাসার, এ জীবন প্রেমের। এ জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক। শুধু অবসানের জন্য জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক। প্রেম ফিরে আসুক ভালোবাসা হয়ে.... আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতো। শুধু ওই মেঘ গর্জন না হোক। জীবন চলুক জীবনের মতন...”

পরীমণির এই পোস্টে তার ভক্ত-অনুরাগীরা রীতিমতো উত্তেজিত। ছবিতে তার পাশে থাকা ব্যক্তির পরিচয় প্রকাশ না করলেও, অনেকেই মন্তব্য করছেন— এটি সংগীতশিল্পী শেখ সাদীর হাত! যদিও পরীমণি নিজে বিষয়টি নিয়ে কোনো স্পষ্ট মন্তব্য করেননি, তবে ভক্তদের নানা প্রতিক্রিয়ায় সাড়া দিচ্ছেন, ভালোবাসা জানাচ্ছেন।

প্রেমের নতুন অধ্যায়?

২০২১ সালের ১৭ অক্টোবর চিত্রনায়ক শরিফুল রাজকে বিয়ে করেছিলেন পরীমণি। ২০২২ সালের ১০ আগস্ট তাদের ছেলে শাহীম মুহাম্মদ রাজ্যের জন্ম হয়। তবে দাম্পত্য জীবনে টানাপোড়েন শুরু হলে ২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে আলাদা হন তারা। বর্তমানে তিনি একাই সন্তানদের লালন-পালন করছেন।

এদিকে, বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে— পরীমণি ও সংগীতশিল্পী শেখ সাদীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। যদিও তারা এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি, তবে পরীমণির সাম্প্রতিক পোস্ট সেই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

প্রেম ফিরে এসেছে, নাকি শুধুই বন্ধুত্বের গভীরতা— সে প্রশ্নের উত্তর কেবল সময়ই দিতে পারে!

 

রূপালী বাংলাদেশ

Link copied!