ঢাকা বৃহস্পতিবার, ০৬ মার্চ, ২০২৫

একসময় অনেক পরিচালক ও সহশিল্পী কাজ করতে চাননি: প্রভা

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০১:২১ পিএম
সাদিয়া জাহান প্রভা। ছবিঃ সংগৃহীত

ক্যারিয়ারের তুলনায় ব্যক্তিগত জীবনের জন্য বেশি আলোচিত হয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। বিশেষ করে দাম্পত্য জীবনের নানা বিতর্ক তাকে দীর্ঘদিন মিডিয়া থেকে দূরে সরিয়ে রেখেছিল।

তবে শুধু ব্যক্তিগত জীবন নয়, ক্যারিয়ারে ফিরে আসার পরও তাকে নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, মিডিয়ার ‘সিন্ডিকেটের’ শিকার হয়েছিলেন তিনি।

প্রভা বলেন, ‘আমি যখন কাজে ফিরি, তখন অনেক পরিচালক ও সহশিল্পী আমার সঙ্গে কাজ করতে চাইতেন না। ইভেন এখনো অনেক পরিচালক আমাকে কাজ দিচ্ছেন না।’

সাদিয়া জাহান প্রভা

তবে কেউ সরাসরি তাকে কাজ দিতে অস্বীকার করেননি। বরং, ‘সম্পর্ক সুন্দর রাখার জন্য অ্যাটিচিউড দিয়েই বুঝিয়ে দেওয়া হতো’, বলেন তিনি।  

প্রভা আরও বলেন, ‘২০১১-১২ সালের দিকে প্রায় আড়াই বছরের বিরতি ছিল আমার। তারপর কাজ শুরু করলেও বুঝতে পারলাম, একটা ছোট ‘সিন্ডিকেটের’ মধ্যে পড়ে গেছি।’

বর্তমানে কী করছেন প্রভা?

বর্তমানে মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্রভা। তিনি যুক্তরাষ্ট্রের ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন এবং বিভিন্ন আন্তর্জাতিক মেকআপ ব্র্যান্ড ও ফ্যাশন শোর সঙ্গে কাজ করছেন। সম্প্রতি দেশে ফিরেছেন প্রভা এবং নিয়মিত গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন। ফের নিজেকে কাজে ব্যস্ত রাখতে চান এই লাস্যময়ী অভিনেত্রী।