‘আলো আসবেই’ গ্রুপ বন্ধ করতে চান সোহানা সাবা

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০২:২৪ পিএম

‘আলো আসবেই’ গ্রুপ বন্ধ করতে চান সোহানা সাবা

সোহানা সাবা। ছবিঃ সংগৃহীত

দেশজুড়ে পরিচিত ‘আলো আসবেই’ গ্রুপ নিয়ে আবারও বিতর্ক দেখা দিয়েছে। শিল্পীদের গোপন হোয়াটসঅ্যাপ গ্রুপ হিসেবে পরিচিত এই প্ল্যাটফর্ম মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রতিহত করতে তৈরি হয়েছিল। এতে যুক্ত হয়েছিলেন শোবিজের একদল তারকা, যারা শেখ হাসিনা সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন। সেই দলের অন্যতম সদস্য ছিলেন অভিনেত্রী সোহানা সাবা।  

গ্রুপটি বন্ধ করতে চান সাবা  

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আলোচনায় আসে ‘আলো আসবেই’ গ্রুপ। অনেকে ধরে নিয়েছিলেন, সমালোচনার মুখে এটি বন্ধ হয়ে গেছে। কিন্তু সোহানা সাবা জানিয়েছেন, গ্রুপটি এখনো সক্রিয় এবং তিনি এটি বন্ধ করতে চান।  

সোশ্যাল মিডিয়ায় সাবা বলেন, “আমার ফেসবুক থেকে অনেকের কাছে গ্রুপের ইনভাইটেশন যাচ্ছে, কিন্তু আমি জানি না এটা কীভাবে হচ্ছে। আমাকে সাহায্য করুন, প্রথমে জানান কীভাবে গ্রুপটা বন্ধ করতে পারি।” 

তিনি আরও জানান, ইনভাইটেশন পাঠানোর বিষয়টি তার অজান্তেই ঘটছে।  

সোহানা সাবা

কারা ছিলেন ‘আলো আসবেই’ গ্রুপে?

গ্রুপটির অন্যতম অ্যাডমিন ছিলেন  সাবেক সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস,  নায়ক রিয়াজ,  অভিনেতা সাজু খাদেম ও অভিনেত্রী শামীমা তুষ্টি।  

এছাড়াও এতে যুক্ত ছিলেন আরও অনেক তারকা, যার মধ্যে রয়েছেন, সংসদ সদস্য ও অভিনেতা ফেরদৌস, রিয়াজ, জায়েদ খান, সাইমন সাদিক, সুজাতা, অরুণা বিশ্বাস, নিপুণ, শমী কায়সার, আজিজুল হাকিম, রোকেয়া প্রাচী, সুইটি, হৃদি হক, ভাবনা, জ্যোতিকা জ্যোতি, সাজু খাদেম, সোহানা সাবা, চন্দন রেজা, সংগীতশিল্পী শুভ্র দেব, পরিচালক মুশফিকুর রহমান গুলজার, এস এ হক অলিক ও খোরশেদ আলম খসরু।

গ্রুপটি এখন কী অবস্থায়?

সরকার পরিবর্তনের পর এই গ্রুপের সদস্যদের মধ্যে অনেকে গা ঢাকা দিয়েছেন। কেউ কেউ নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করছেন, আবার কেউ এই বিতর্ক এড়িয়ে চলছেন। তবে সোহানা সাবার বক্তব্যে এটি স্পষ্ট, গ্রুপটি এখনো সক্রিয় এবং তিনি তা বন্ধ করতে চাইছেন।  

এখন দেখার বিষয়, গ্রুপটি আদৌ বন্ধ হয় কি না, নাকি এটি ঘিরে নতুন কোনো বিতর্ক তৈরি হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!