‘বাংলার গায়েন’ নামের রিয়েলিটি শো’র কথা সবারই মনে থাকার কথা। এই রিয়েলিটি শো’তে অংশগ্রহণ করে বেশ আলোচনায় চলে এসেছিলেন নরসিংদীর মেয়ে সংগীতশিল্পী রাবেয়া সেতু। ২০২০ সালে করোনাকালীন সময়ে হওয়া এই রিয়েলিটি শোর প্রতি সারা দেশের দর্শকের বিশেষ মনোযোগ ছিল। কারণ করোনাকালীন সময়ে যেখানে ঘর থেকেই কেউ বের হতে চাইতেন না। কিন্তু সেই সময়টাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে প্রতিযোগিরা এই ‘বাংলার গায়েন’ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আর এই রিয়েলিটি শো’তেই অংশগ্রহণ করে ফার্স্ট রানার আপ হয়েছিলেন রাবেয়া সেতু।
পাঁচ বছর বয়স থেকেই নরসিংদীর শিল্পকলা একাডেমিতে গান শিখেছেন। পল্লিগীতি, নজরুল ও উচ্চাঙ্গসংগীতে একাডেমিতে তালিম নিয়েছেন তিনি। এরপর নিতাই সাহা ও হরিমোহন দেবনাথের কাছে গানে তালিম নেন তিনি। ২০১২, ২০১৫, ২০১৬ ও ২০১৮ সালে রাবেয়া সেতু জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় গান গেয়ে পুরস্কৃত হন। এখন পর্যন্ত অর্ধ শতাধিক মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন তিনি। সম্প্রতি রাবেয়া সেতু বরিশাল, রংপুর, কুমিল্লা, গাজীপুর, নরসিংদী ও ঢাকাতে স্টেজ শোতে অংশগ্রহণ করে শ্রোতাদর্শককে মুগ্ধ করেছেন।
রাবেয়া সেতু জানান, আসছে ঈদেও তার নতুন মৌলিক গান প্রকাশ পেতে যাচ্ছে। তিনি বলেন, ‘একজন পেশাদার শিল্পী হিসেবে বাংলার গায়েন আমাকে একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে, যাতে আমি আমার নিজেকে গানের ভুবনে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারছি। পরম কৃতজ্ঞতা আমার বাবা মা ও আমার বোনের কাছে।’
আগামী ঈদে ‘চাঁদ রূপসী কন্যা’ শিরোনামের গানটি প্রকাশ পাবে। গানটি লিখেছেন ও সুর করেছেন দেলোয়ার শাহ নেওয়াজ।
আপনার মতামত লিখুন :