দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। দেশসেরা নায়ক শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন এপার-ওপার দুই বাংলার দর্শকদের। সম্প্রতি নিজ দেশে মুক্তি পেয়েছে অভিনেত্রীর ‘খাদান’ সিনেমা। ওপার বাংলার জনপ্রিয় নায়ক দেবের বিপরীতে অভিনয় করে নতুন করে আলোচনায় আসনে ইধিকা।
ইধিকার উত্থান সত্যিই নজরকাড়া। বড় পর্দায় তার ডেবিউ হয় সুপারস্টার শাকিব খানের সিনেমার মাধ্যমে। কলকাতায় তার প্রথম সিনেমা ‘খাদান’ বক্স অফিসে বাজিমাত করেছে। দেবের ক্যারিশমা এবং যিশুর অভিনয়ের পাশাপাশি, এই সিনেমার অন্যতম বিশেষত্ব হিসেবে তাকে গণ্য করা হচ্ছে।
এদিকে, আসন্ন ঈদে ফের ঢাকায় মুক্তি পাচ্ছে নায়িকার ‘বরবাদ’ নামের নতুন সিনেমা। ‘প্রিয়তমা’ নায়কের বিপরীতে দ্বিতীয়বারের জুটি হয়েছেন তিনি। মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটি জোরকদমে ঈদুল ফিতরে মুক্তির প্রস্তুতি চলছে।
জানা গেছে, সিনেমাটির প্রচারণায় অংশ নিতে ২০ রমজানের পর ঢাকায় আসবেন ইধিকা পাল। দু-একদিন প্রচারণা শেষে উড়াল দিবেন নিজ দেশে। ঢাকায় আসার কথা দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। সিনেমাটি নিয়ে আশাবাদী তিনি।
এদিকে, ইধিকা অভিনীত ঢাকায় মুক্তির অপেক্ষায় আছে ‘কবি’ নামের আরও একটি সিনেমা। এই সিনেমায় ইধিকার নায়ক শরিফুল রাজ। চলতি বছর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘কবি’ পরিচালনা করেছেন হাসিবুর রেজা কল্লোল।
কলকাতার ছোট পর্দার অভিনেত্রী ইধিকা পাল। অভিনয়ের পাশাপাশি নাচেও দুর্দান্ত পারদর্শী এই সুন্দরী। তার অভিনীত প্রথম ধারাবাহিক ছিল স্টার জলসার ‘কপালকুণ্ডলা’। এই ধারাবাহিকে ‘পদ্মাবতী’র চরিত্রে অভিনয় করে প্রশংসিত হোন। পরে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘রিমলি’তে কেন্দ্রীয় চরিত্রে তাকে দেখা যায় তাকে। এরপর সিনেমায় নাম লেখিয়ে সবার নজর কাড়েন।
অভিনয় জীবনে আসার আগে কেকে দাস কলেজ থেকে অ্যাকাউনটেন্সিতে অনার্স নিয়ে পড়াশোনা করেন ইধিকা পাল। বর্তমানে ইধিকার সামনে আরও অনেক কাজ রয়েছে এবং অনেকেই মনে করছেন, তিনি আগামী দিনে টলিউডের সবচেয়ে বড় তারকা হতে চলেছেন।