অভিনেতা সিয়াম আহমেদ সম্প্রতি তার নতুন সিনেমা `জংলি` নিয়ে কথা বলেছেন। দীর্ঘ সময় ধরে তিনি নতুন কোনো সিনেমার কাজ করেননি, তবে ২০২৪ সালে ঘোষণা আসে তার ‘জংলি’ সিনেমার। সিনেমাটির প্রসঙ্গে সিয়াম আহমেদ বলেন, "আমি একাধিক চলচ্চিত্রে কাজ করি না কারণ আমি বিশ্বাস করি, ফোকাস একদিকে রাখা উচিত। যতদিন না আমাদের ফিল্ম `জংলি` এর কাজ শেষ হচ্ছে, আমি ততদিন পর্যন্ত এর সাথে থাকব।"
তিনি আরও জানান, "আমি চাই না এই ক্রিটিকাল সময়ে টিমের হাত ছেড়ে দিতে, আমি আরও ইনভলভ হতে চাই। দর্শকদের মাঝে যে ধারণা রয়েছে যে আমরা মার্কেটিং এবং প্রমোশনে পর্যাপ্ত সময় দেই না, তা বদলাতে চাই। আমরা চাই প্রতিবার নতুন কন্টেন্ড নিয়ে আপনাদের কাছে আসতে এবং ঈদ পর্যন্ত `জংলি` নিয়ে ব্যস্ত থাকতে। তারপরেই আমরা জানাবো আমাদের পরবর্তী পরিকল্পনা কী হবে।"
এছাড়া, সিয়াম আহমেদ বলেন, "ওটিটি প্লাটফর্ম নিয়ে আপাতত কোনো চিন্তা ভাবনা নেই, কারণ আমাদের সম্পূর্ণ লক্ষ্য এখন সিনেমা কেন্দ্রিক। সিনেমা একটি বিশাল দায়িত্ব, এখানে অনেক টাকা লগ্নি থাকে এবং অনেক মানুষের পরিশ্রম থাকে। আমি চাই না আমার ছোট গাফিলতির কারণে কোনো সমস্যা সৃষ্টি হোক।"
সিয়াম এবং পূজা, যারা জুটিতে অভিনয় করছেন, তারা আরও জানান, "আমরা কখনোই আমাদের জুটির সম্পর্ক নষ্ট করতে চাই না। আমাদের আগ্রহ মানানসই কাজেই বেশি। দর্শকদের চাহিদা একেকরকম, কিন্তু ডাইরেক্টর এবং প্রডাকশন টিমের আশ্বাসে আমরা একসাথে কাজ করি। আর বাহিরে যদি কলাগাছও এনে দেন, আমি তার সাথেও রোমান্স করতে পারব।"