রমজানে ইসলামী গান নিয়ে হাজির ইমরান

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৫, ০৫:৫৪ পিএম

রমজানে ইসলামী গান নিয়ে হাজির ইমরান

কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল

সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল। প্লে-ব্যাক এবং মিউজিক ভিডিওতে সমানতালে পাওয়া যায় তাকে। প্রতিবছর রমজান মাসে হাজির হন বিশেষ চমক নিয়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি। 

চলতি রমজানে নতুন ইসলামী গান নিয়ে হাজির হয়েছেন এই তারকা। গানটির শিরোনাম ‘দ্বীনের পথে রোজার সাথে’। গীতিকার ও সাংবাদিক ফয়সাল রাব্বিকীনের কথায় গানটির সুর করেছেন আমিরুল মোমেনীন মানিক।

এ গানটি ভিডিওসহ প্রকাশ হয়েছে হামদর্দ টিভি, মানিক মিউজিকসহ বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলে। গানটির ভিডিও নির্মাণ করেছেন আলম মোরশেদ। ইসলামি গানে কণ্ঠ দেওয়া এবারই নতুন নয় ইমরানের বেলায়। এর আগেও ইসলামিক গান করেছিলেন ইমরান।

নতুন এই গান প্রসঙ্গে তিনি বলেন, একেবারেই আলাদা ধরনের একটি কাজ। গানটির কথা-সুর বেশ মনে ধরেছে। আমার বিশ্বাস গানটি প্রকাশ পেলে ভালো লাগবে সবার। গানটির সুরকার আমিরুল মোমেনীন মানিক বলেন, রমজানের এই পবিত্র মাসে একটি সুন্দর ইসলামি গান করার চেষ্টা করেছি আমরা। গানটির মধ্যে দিয়ে ইসলাম ও রমজানের বার্তা আরও ভালোভাবে সবার মাঝে ছড়িয়ে যাবে বলেই আমার বিশ্বাস।

ফয়সাল রাব্বিকীন বলেন, সব মিলিয়ে চমৎকার আয়োজনে হয়েছে গানটি। সবার ভালো লাগবে বলেই আমরা আশাবাদী।

আরবি/এসএমএ

Link copied!