ঢালিউড অভিনেত্রী পরীমণির সাবেক স্বামী ফেরদৌস কবির সৌরভ (২৯)কে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল (৬ মার্চ) রাজধানীর বসুন্ধরা রেসিডেন্সিয়াল এলাকা থেকে তাকে আটক করা হয়।
সূত্রের তথ্য অনুযায়ী, ফেরদৌস কবির সৌরভ যশোরের কেশবপুর পৌরসভার আওয়ামী লীগ নেতা ও বর্তমান মেয়র রফিকুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী। এছাড়া, তিনি সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদার গ্রুপের সক্রিয় সদস্য হিসেবেও পরিচিত।
২০১২ সালের ২৮ এপ্রিল পরীমণির সঙ্গে তার বিয়ে হয়, যেখানে দেনমোহর ধার্য করা হয়েছিল এক লাখ টাকা। তবে দুই বছর পর থেকেই তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। ফেরদৌস কেশবপুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শাহানা কবির ফতেমার সন্তান।
অন্যদিকে, ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনায় এসেছেন পরীমণি। সম্প্রতি এক ব্যক্তির বাহুডোরে মাথা রেখে তোলা একটি ছবি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। নতুন সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ালেও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি এই অভিনেত্রী।