ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫

অঞ্জন স্মরণে সভা ও চলচ্চিত্র প্রদর্শনী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মার্চ ৭, ২০২৫, ০২:৫৫ পিএম
ছবিঃ জাহিদুর রহিম অঞ্জন

বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম সদ্যপ্রয়াত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা জাহিদুর রহিম অঞ্জনের স্মরণে একটি আলোচনা সভার আয়োজন করেছে। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এই স্মরণসভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে শর্ট ফিল্ম ফোরামের সদস্যদের পাশাপাশি অঞ্জনের পরিবার, ঘনিষ্ঠজন ও চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৩টায় স্মরণসভাটি শুরু হবে।

ইফতারের পর একই মিলনায়তনে প্রদর্শিত হবে অঞ্জনের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মেঘমল্লার। কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের মুক্তিযুদ্ধভিত্তিক ছোটগল্প ‍‍`রেইনকোট‍‍` অবলম্বনে নির্মিত এ সিনেমার চিত্রনাট্যও লিখেছেন পরিচালক জাহিদুর রহিম অঞ্জন।