হলিউড অভিনেত্রী পামেলা বাখ আত্মহত্যা করেছেন। জনপ্রিয় টেলিভিশন সিরিজ বেওয়াচ ও নাইট রাইডার-এর এই অভিনেত্রীর মৃতদেহ গত বুধবার লস অ্যাঞ্জেলেসের হলিউড হিলসের বাড়ি থেকে উদ্ধার করা হয়। লস অ্যাঞ্জেলেস মেডিকেল পরীক্ষক অফিস জানিয়েছে, ৬২ বছর বয়সী পামেলা আত্মহত্যা করেছেন।
নব্বইয়ের দশকে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া বেওয়াচ সিরিজের অভিনেতা ডেভিড হ্যাসেলহফের সাবেক স্ত্রী ছিলেন পামেলা। তার মৃত্যুতে শোক জানিয়ে এক বিবৃতিতে হ্যাসেলহফ বলেন, "পামেলার মৃত্যুতে আমাদের পরিবার গভীরভাবে শোকাহত।"
৫ মার্চ রাত ১০টার পর প্যারামেডিক দল তার বাড়িতে পৌঁছায় এবং তাকে মৃত ঘোষণা করে। তার মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে, তবে ঘটনাস্থলে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।
পামেলা বাখ ১৯৬২ সালে ওকলাহোমার টুলসায় জন্মগ্রহণ করেন এবং ১৯৭০ সালে শিশুশিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করেন। তার অভিনীত উল্লেখযোগ্য টিভি সিরিজগুলোর মধ্যে রয়েছে দ্য ইয়ং অ্যান্ড দ্য রেস্টলেস, চিয়ার্স, দ্য ফল গাই, টিজে হুকার, সুপারবয় এবং ভাইপার।