ঢাকা রবিবার, ০৯ মার্চ, ২০২৫

নতুন লুকে নুসরাত ফারিয়া

রূপালী ডেস্ক
প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৩:০৩ পিএম
ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে জাজ মাল্টিমিডিয়ার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘জ্বীন ৩’। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে সিনেমাটির প্রথম ঝলক ও পোস্টার, যা দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

পোস্টারে দেখা যাচ্ছে, এক রহস্যময়ী নারী কালো পোশাকে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে আছেন। তার লম্বা নখ, ভয়ঙ্কর দাঁত দেখে প্রথম দর্শনেই সিনেমাপ্রেমীরা চিনে ফেলবেন—তিনি আর কেউ নন, জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া! পোস্টারটি প্রকাশের পর থেকেই দর্শকদের মনে প্রশ্ন উঠেছে—ফারিয়া কি জ্বীন, ভূত, নাকি ভ্যাম্পায়ার? তবে নির্মাতারা স্পষ্ট করে কিছু বলেননি। তারা জানাচ্ছেন, সব প্রশ্নের উত্তর মিলবে সিনেমাটি দেখলে।

‘জ্বীন ৩’ এক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, এর আগে ‘জ্বীন’ ও ‘জ্বীন ২’ দর্শকদের ভালো সাড়া পেয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার আসছে ‘জ্বীন ৩’, যা নির্মিত হয়েছে একটি বাস্তব ঘটনার ভিত্তিতে।

এই সিনেমার মাধ্যমে প্রায় সাত বছর পর জাজের সঙ্গে কাজ করছেন নুসরাত ফারিয়া। সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, নুসরাত ফারিয়া ও তানিয়া আহমেদ।

পরিচালকের মতে, ‘জ্বীন ৩’ আগের দুই কিস্তির চেয়েও বেশি রোমাঞ্চকর হতে যাচ্ছে। এছাড়া সিনেমাটির ওটিটি পার্টনার হিসেবে যুক্ত হয়েছে আইস্ক্রিন।