ধর্ষকের ফাঁসি চাইলেন শবনম ফারিয়া

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫, ০৫:১৫ পিএম

ধর্ষকের ফাঁসি চাইলেন শবনম ফারিয়া

শবনম ফারিয়া। ছবি: ফেসবুক থেকে নেওয়া

‘বিশ্ব নারী দিবস’-এ হতাশা আর ক্ষোভ প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। দেশের এমন অস্থিতিশীল পরিস্থিতিতে ‘ধর্ষণ’ ও ‘ধর্ষক’ নিয়ে লাগাতার পোস্ট দিয়ে নিজের অবস্থান জানান দিলেন অভিনেত্রী। ধর্ষণ মামলায় ধর্ষকের ফাঁসি কার্যকরের দাবিও জানিয়েছেন তিনি।

শুক্রবার (৭ মার্চ) মধ্যরাতে শবনম ফারিয়া তার ভেরিফাইড ফেসবুকে লেখেন, যেই দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে প্রতি রিফ্রেশে একটি করে ধর্ষণের সংবাদ, সেই দেশে আবার ওমেনস ডে কি?

ফারিয়ার ফেসবুক স্ক্রল করে দেখা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ধর্ষণ’ ও ‘ধর্ষক’ প্রসঙ্গে একের পর এক পোস্ট দিয়েছেন তিনি।

এর আগে ফেসবুকে একটি লিংক শেয়ার করেন ফারিয়া। সেখানে লেখা, ‘আমি আওয়াজ তুললাম, আপনারাও তুলেন। এই দেশে ধর্ষণ মামলায় ধর্ষককে ৪০ দিনের মধ্যে ফাঁসি কার্যকর করার দাবি জানাই।’

মঙ্গলবার (৪ মার্চ) এক ধর্ষকের জামিন পাওয়া প্রসঙ্গে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী লেখেন, ‘যেখানে ধর্ষকের শাস্তি আমরা মৃত‍্যুদণ্ড চাই সেখানে তারা জামিন পেয়ে ঘুড়ে বেড়াবে? এখানে যা বলা হচ্ছে তা যদি সত‍্যি হয়, এর চেয়ে ন্যক্কারজনক কিছু হতে পারে না!’

অভিনেত্রী আরও লেখেন, ‘যদি সত‍্যি ধর্ষকের জামিন হয়ে থাকে তবে যারা জামিন দিয়েছে কিংবা এই প্রসেসের সাথে জড়িত, তাদেরও শাস্তির আওতায় আনা জরুরী! দেশের আইনশৃঙ্খলার অবস্থা এমনেই খারাপ, তার মধ‍্যে যদি এমন সব ঘটনা ঘটে, এর চেয়ে খারাপ দৃষ্টান্ত আর কিছু হতে পারে না!’

টেলিভিশনে বিজ্ঞাপনে কাজের মাধ্যমে শোবিজপাড়ায় পা রাখেন শবনম ফারিয়া। ২০১৩ সালে নাটকে অভিষেক হয় তার। ক্যারিয়ারে সিনেমাতেও কাজ করেছেন। ২০১৮ সালে ‘দেবী’ চলচ্চিত্র দিয়ে সিনেমা জগতে পা রাখেন জনপ্রিয় এ অভিনেত্রী। 

আরবি/এসএমএ

Link copied!