সম্প্রতি নিজের ফেরিভাইড ফেসবুকে একটি ছবি পোস্ট করে নতুন করে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরীমণি। যা জানান দিচ্ছে নতুন প্রেমে মজেছেন এই অভিনেত্রী। তার নতুন প্রেমের ইঙ্গিত যেন টক অব দ্য টাউন। এরই মধ্যে পরিবর্তন করলেন নিজের লুক। বদলে ফেললেন চুলের রং।
চিকন লাল পাড়ের হলুদ শাড়িতে মোহনীয় লুকে সামনে এলেন পরীমণি। তার নতুন লুক যেন তাক লাগিয়ে দিল ভক্ত-দর্শকদের। নেটিজেনরা বলছেন, নতুন প্রেমের হাওয়ায় বদল এসেছে পরীর চুলের রঙেও!
জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরীও ফেসবুকে লিখলেন পরীর নতুন লুক নিয়ে। পরীমণির সঙ্গে সেই লুকে ছবি পোস্ট করেছেন নির্মাতা চয়নিকা।
তিনি লিখেছেন, ‘কাল যখন বলল চুল কালার করবে, হঠাৎ করেই ধাক্কা খেলাম। বললাম, “পুরাটা চুল কালার?”
তার ভাষায়, ‘হাসি দিয়ে বলল, হুম কি হবে? ভয়ে ভয়ে ছিলাম কেমন হবে ব্যাপারটা!!’
চয়নিকা আরও জানালেন, ‘কিন্তু কালার করার পর পুরা চেহারাটাই চেঞ্জ আর এত্ত সুন্দর লাগল!’
সবশেষে শুভকামনা জানালেন তিনি। বললেন, ‘জীবন হোক আনন্দময়। ভালোবাসা অনন্তকাল। অভিনন্দন।’
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি প্রায় সময়ই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় থাকেন। অনেকের ধারণা, তিনি আলোচনায় থাকতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। কিছুদিন আগেও সন্তানদের নিয়ে জীবন উপভোগ করছেন বলে জানিয়েছিলেন এই নায়িকা। আর প্রেমে না জড়ানোর ইঙ্গিত দিয়েছিলেন নানা পোস্টে। তবে গত বুধবারের পোস্টকৃত ওই ছবিতে নতুন রহস্যের গুঞ্জন ফেলেছেন পরীমণি।