ঢাকা রবিবার, ০৯ মার্চ, ২০২৫

রাতভর মাটি খুঁড়ল হাজারো গ্রামবাসী

সিনেমার নেশায় ‘স্বর্ণ খোঁজার মিশন’!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ১০:৫৭ এএম
ছবিঃ সংগৃহীত

একটি সিনেমা যে এতটা প্রভাব ফেলতে পারে, তা বোধহয় কেউ কল্পনাও করেনি! বলিউডের সুপারহিট ছবি ‘চাভা’ দেখেই গুপ্তধনের খোঁজে রাতভর মাটি খুঁড়ল ভারতের মধ্যপ্রদেশের হাজারো গ্রামবাসী। হাতে যা পেয়েছে, তাই নিয়ে নেমে পড়ে- হাতুড়ি, টর্চ, এমনকি মেটাল ডিটেক্টর পর্যন্ত!

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার আসিরগড় দুর্গ এলাকায়। গুজব রটে, ঐতিহাসিক এ দুর্গের নিচে স্বর্ণমুদ্রা পুঁতে রাখা আছে- যেমনটি সিনেমায় দেখানো হয়েছিল। এরপরই সিনেমা-প্রভাবিত গ্রামবাসীরা রাত ৭টা থেকে ৩টা পর্যন্ত দফায় দফায় শুরু করে খোঁড়াখুঁড়ি!  

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘চাভা’ সিনেমাটি মারাঠা শাসক  ছত্রপতি শিবাজি মহারাজের ছেলে সাম্বাজি মহারাজের জীবন কাহিনির ওপর ভিত্তি করে নির্মিত। এতে দেখানো হয়, বুরহানপুরের আসিরগড় দুর্গের কাছে স্বর্ণমুদ্রা মাটিচাপা দিয়ে রাখা হয়েছিল। সিনেমার এই দৃশ্যকেই বাস্তব মনে করে নেমে পড়ে স্থানীয়রা!  

ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেলে প্রশাসনের ঘুম ভাঙে! দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তারা গিয়ে দেখে চারপাশে শুধু গর্ত আর গর্ত!

পুলিশ এখন অবৈধ খোঁড়াখুঁড়ির ওপর কড়া নজরদারি শুরু করেছে। যদিও ইতিহাসবিদরা বলছেন, বুরহানপুর অঞ্চলে সত্যিই স্বর্ণমুদ্রা বা গুপ্তধন থাকতে পারে, তবে সিনেমার কাহিনির সঙ্গে এর সরাসরি কোনো সম্পর্ক নেই।  

মাত্র কয়েকদিনের মধ্যে ‘চাভা’ ৫০০ কোটির গণ্ডি পেরিয়ে বক্স অফিসে ঝড় তুলেছে। শুধু তাই নয়, দর্শকদের মনে এতটাই প্রভাব ফেলেছে যে, তারা বাস্তব আর সিনেমার কল্পনার মধ্যে পার্থক্যই ভুলে গেছে!

পরবর্তী ধাপে কী হবে? সত্যিই কি গুপ্তধন মিলবে, নাকি এটা শুধুই এক গুজব? তা জানতে হলে চোখ রাখতে হবে ঐতিহাসিক গবেষণার দিকে, আর অবশ্যই সিনেমার পরবর্তী দর্শকদের প্রতিক্রিয়ার দিকে!