বুধবার, ০২ এপ্রিল, ২০২৫
ঈদের চমক নিয়ে আসছেন নায়িকা

নতুন লুকে অপুর ঝড়!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০১:০২ পিএম

নতুন লুকে অপুর ঝড়!

ঢালিউড কুইন অপু বিশ্বাস। ছবিঃ সংগৃহীত

ঢালিউড কুইন অপু বিশ্বাস অনেকদিন ধরে সিনেমার পর্দায় অনুপস্থিত থাকলেও স্টাইল ও ফ্যাশনে ঠিকই বাজিমাত করছেন। নতুন নতুন লুক ও ফটোশুটে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করছেন, যা ভক্তদের দারুণভাবে মুগ্ধ করছে।  

সম্প্রতি এক ব্রাইডাল ফটোশুটে অপুকে দেখা গেল একদম নতুন রূপে। লাল-সাদার ট্র্যাডিশনাল কস্টিউমে অপু বিশ্বাসকে দেখে যে কেউ বলবেন - "এ কোন অপু!"    

অপুর রাজকীয় লুকের ছোঁয়ায় যেন মোহিত ভক্তরা! শনিবার (৮ মার্চ) রাতে নিজের ফেসবুক পেজে পাঁচটি ছবি শেয়ার করেন অপু বিশ্বাস। পরনে সাদা এমব্রয়ডারি করা আনারকলি গাউন, সঙ্গে লাল ওড়না।
গর্জিয়াস লুক বাড়িয়ে দিয়েছে ড্যাংগেল ইয়ারিং, রুদ্রানি নেকলেস ও টিকলি।

তবে শুধু সাজসজ্জাই নয়, ছবিগুলোর সঙ্গে ক্যাপশনেও দিয়েছেন এক শক্তিশালী বার্তা। ক্যাপশনে অপু লিখেছেন- ‘স্টাইল ইজ আ ওয়ে টু সে হু ইউ আর উইদাউট স্পিকিং।’  
অর্থাৎ, **কথা না বলেও নিজেকে প্রকাশ করার অন্যতম মাধ্যম হলো স্টাইল। ক্যাপশনে তিনি আরও যোগ করেছেন ‍‍`ঈদের বিশেষ কাজ‍‍`!

এতেই ইঙ্গিত মিলছে, ঈদে আসছে অপু বিশ্বাসের কোনো বিশেষ চমক! এখন ভক্তদের অপেক্ষা, এই নতুন লুক কি নতুন সিনেমার জন্য, নাকি বিশেষ কোনো ফ্যাশন ক্যাম্পেইনের অংশ? 

রূপালী বাংলাদেশ

Link copied!