ঢাকা শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫

আন্তর্জাতিক মঞ্চে সাফল্যের ছোঁয়া, এশিয়ান প্রতিযোগিতায় তৃতীয় স্থান ‘সাবা’র!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০১:৫০ পিএম
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবিঃ সংগৃহীত

প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করেই আন্তর্জাতিক মঞ্চে সাফল্য পেলেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মাকসুদ হোসেন পরিচালিত তার প্রথম চলচ্চিত্র ‘সাবা’ ভারতের ব্যাঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যালের এশিয়ান সিনেমা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছে।  

দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ‘সাবা’ দাপিয়ে বেড়াচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বুসান চলচ্চিত্র উৎসব, ইন্দোনেশিয়া ও সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যাল এবং সর্বশেষ, ব্যাঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যালে  দাপিয়ে বেড়াচ্ছে ‘সাবা’।

এই উৎসবগুলোতে ‘সাবা’ প্রশংসিত হয়েছে এবং আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে।

 

সামাজিক মাধ্যমে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে মেহজাবীন লিখেছেন, “আজকের সকালটা কত সুন্দর! ব্যাঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যালে ‘সাবা’ তৃতীয় স্থান অর্জন করেছে। আমাদের পুরো টিমের জন্য এটি বিশাল অর্জন! অভিনন্দন সবাইকে।”

‘সাবা’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন ত্রিলোরা খান ও মাকসুদ হোসেন। ছবিতে মেহজাবীনের পাশাপাশি অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনওয়ার।

১৪ বছরের ছোট পর্দার সফল ক্যারিয়ার পেরিয়ে বড় পর্দায় মেহজাবীনের অভিষেকেই এমন অর্জন নতুন দিগন্ত খুলে দিয়েছে। চলচ্চিত্রপ্রেমীদের মতে, ‘সাবা’ শুধু বাংলাদেশের নয়, আন্তর্জাতিক চলচ্চিত্র মঞ্চেও দেশের নাম উজ্জ্বল করেছে।