ভারতের জাতীয় ক্রিকেট দলের তারকা বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার বিয়ে ছিল বিনোদন দুনিয়ায় এক আলোচিত ঘটনা। ২০১৭ সালে ইতালির তাসকানিতে গোপনে বিয়ে করেন তারা, যা পরে ‘ডেস্টিনেশন ওয়েডিং’-এর অনুপ্রেরণা হয়ে ওঠে অনেকের জন্য। তবে এই জমকালো আয়োজনের মধ্যেও বিয়ের পরিবেশ ছিল অত্যন্ত ঘরোয়া ও ব্যক্তিগত।
সম্প্রতি, সেই বিয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন বিখ্যাত চিত্রগ্রাহক জোসেফ রাধিক, যিনি বিরাট-আনুশকার বিয়ের ছবিগুলো তুলেছিলেন। তিনি জানান, পুরো অনুষ্ঠানটি পরিবারের ঘনিষ্ঠ পরিবেশেই অনুষ্ঠিত হয়েছিল, যেখানে অতিথির সংখ্যা ছিল মাত্র ৪০ জন। এতে উপস্থিত ছিলেন বর-কনের পরিবার, ঘনিষ্ঠ বন্ধু এবং কিছু নির্বাচিত পেশাদার, যার মধ্যে প্রসাধনী শিল্পী ও ফটোগ্রাফাররাও ছিলেন।
জোসেফের মতে, বিয়ের আসর ছিল আরামদায়ক ও সহজাত—যেখানে কেউ কোনো চাপ অনুভব করেননি। এমনকি তিনিও একই বছরে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তাই এই বিশেষ আয়োজনকে তিনি আরও কাছ থেকে উপলব্ধি করতে পেরেছিলেন।
বিবাহ-চিত্রনির্মাতা বিশালও এই বিয়ের প্রশংসা করে জানান, বিরাট-আনুশকার বিয়ের সাজসজ্জা ও পরিবেশ ছিল যেন কোনো স্বপ্নের মতো। কনের পোশাকের রঙের মতোই গোটা আয়োজনে ছড়িয়ে ছিল এক অনন্য স্নিগ্ধতা।
বর্তমানে, এই জনপ্রিয় দম্পতি দুই সন্তানের গর্বিত বাবা-মা।
আপনার মতামত লিখুন :