নারীদের থেকেই বেশি কটাক্ষ পাচ্ছেন প্রত্যুষা!

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০৪:৪০ পিএম

নারীদের থেকেই বেশি কটাক্ষ পাচ্ছেন প্রত্যুষা!

ছবিঃ- প্রত্যুষা পাল

ওপার বাংলার জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী ছিলেন প্রত্যুষা পাল। ‍‍`তবু মনে রেখো‍‍` সিরিয়ালের মাধ্যমে ব্যাপক পরিচিতি পেলেও, তিনি এখন ছোটপর্দা থেকে অনেকটাই দূরে। তবে সামাজিক মাধ্যমে বেশ সক্রিয় রয়েছেন। সম্প্রতি সেখানে তীব্র ট্রোলিংয়ের শিকার হয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন তিনি। এ বিষয়ে দীর্ঘ একটি পোস্টে নিজের অনুভূতি প্রকাশ করেছেন।

প্রত্যুষা লিখেছেন, "আমি বুঝতে পারি না, মানুষ এত হিংস্র হয়ে উঠল কীভাবে। বছর শুরুর সময় সিদ্ধান্ত নিয়েছিলাম, ফেসবুকে মাঝে মাঝে ভিডিও পোস্ট করব, আমার অভিজ্ঞতা শেয়ার করব। ২০২২ সালে করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আমি আবারও অভিনয়ে ফিরেছিলাম, বড় পর্দায় আমার প্রথম সিনেমার কাজও করেছিলাম। তবে দুর্ভাগ্যবশত, সিনেমাটি মুক্তি পায়নি।"

তিনি আরও জানান, "আমি চেয়েছিলাম দর্শকদের সঙ্গে নতুন করে সংযোগ গড়ে তুলতে, তাদের সঙ্গে আমার অনুভূতি ভাগ করে নিতে। তাই মাঝেমধ্যে ভিডিও শেয়ার করি, যদিও নিয়মিত করা হয় না। ইউটিউব চ্যানেলও খুলেছিলাম, যেখানে অনেক ভালোবাসা পেয়েছি। তবে এরই মাঝে কিছু মানুষের আচরণ আমাকে চরমভাবে আহত করছে। যা খুশি কমেন্টে লিখে দিচ্ছে, এবং আশ্চর্যের বিষয়, তাদের মধ্যে বেশিরভাগই নারী। একজন নারী হয়ে কীভাবে আরেকজন নারীকে এমন কটূক্তি করতে পারে, আমি সত্যিই বিস্মিত।"

প্রত্যুষা আরও বলেন, "কিছুদিন খুব কঠিন যায়, তখন এসব নেতিবাচক মন্তব্য আমাকে আরও বেশি প্রভাবিত করে। মনে হয়, সব সোশ্যাল মিডিয়া ডিলিট করে দিই। কেন এত কটাক্ষ সহ্য করব? আমি তো চুরি বা প্রতারণা করিনি! আমার দোষটা কোথায়? যারা আমাকে পছন্দ করেন না, তারা চাইলে আমাকে ইগনোর বা ব্লক করতে পারেন, সেটাই তো সহজ সমাধান।"

আরবি/শিতি

Link copied!