ঢাকা সোমবার, ১০ মার্চ, ২০২৫

মাটি খুঁড়ে গুপ্তধনের খোঁজ! গ্রামবাসীদের নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছেন ভিকি কৌশল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মার্চ ৯, ২০২৫, ০৫:১০ পিএম
ছবিঃ- সংগৃহীত

‘ছাবা’ মুক্তির পর থেকেই মায়ানগরীতে ভিকি কৌশলকে ঘিরে চর্চা তুঙ্গে। বক্স অফিসে সাফল্যের পাশাপাশি দর্শকদের হৃদয়েও জায়গা করে নিয়েছেন তিনি। তার অভিনয় এতটাই বাস্তবসম্মত মনে হয়েছে যে, বাস্তব জীবনেও এর প্রভাব পড়েছে!

এ ঘটনার সাক্ষী মধ্যপ্রদেশের বুরহানপুর। সিনেমা দেখার পর সেখানকার কিছু গ্রামবাসীর বিশ্বাস জন্মেছে, মোগল আমলের গুপ্তধন এখনও আসিরগড় দুর্গের আশেপাশে মাটির নিচে লুকিয়ে রয়েছে। এই গুজব ছড়িয়ে পড়তেই একদল উৎসাহী মানুষ রাতারাতি খননকাজে নেমে পড়েন। টর্চ ও মেটাল ডিটেক্টর নিয়ে তারা শনিবার সন্ধ্যা ৭টা থেকে রবিবার ভোর ৩টা পর্যন্ত মাটি খুঁড়তে থাকেন, আশায় ছিলেন লুকানো সম্পদ খুঁজে বের করার।

এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। দ্রুত পুলিশ এসে খননকাজ বন্ধ করে দেয় এবং গ্রামবাসীদের সতর্ক করে জানায়, সিনেমার গল্প বাস্তবের সঙ্গে সবসময় মেলে না। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ইতিহাসে মরাঠা-মোগল সংঘর্ষের সত্যতা থাকলেও, তার অর্থ এই নয় যে, আজও মাটির নিচে সোনার মুদ্রা বা লুকানো ধনসম্পদ রয়েছে। এমন গুজবে বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয় গ্রামবাসীদের।

পুলিশ আরও স্পষ্ট জানিয়ে দেয়, প্রশাসনের অনুমতি ছাড়া এভাবে মাটি খনন করা আইনবিরোধী কাজ এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার জন্য সকলকে সতর্ক করা হয়।