সম্প্রতি দেশে ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। একের পর এক নৃশংস অপরাধের ঘটনায় সাধারণ মানুষ চরম উদ্বেগে রয়েছে। বিশেষ করে মাগুরায় শিশুর ওপর ঘটে যাওয়া পাশবিকতার বিরুদ্ধে দেশজুড়ে ন্যায়বিচারের দাবি উঠেছে। শুধু সাধারণ জনগণই নয়, শোবিজ অঙ্গনের তারকারাও প্রতিবাদে সোচ্চার।
শনিবার ধর্ষণের শাস্তির দাবিতে রাস্তায় নেমেছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা ফেসবুকে লিখেছেন, "ঢাবিসহ সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই-বোনদের ধন্যবাদ, যারা রাতভর আন্দোলন করে বিচার চাইছেন। কিন্তু প্রশ্ন থেকে যায়—এবার কি টনক নড়বে?"
তরুণ গায়ক তাশরিফ খান, যিনি শুধু গানেই নয়, সামাজিক বিভিন্ন ইস্যুতে বরাবরই সোচ্চার, তিনি সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে লিখেছেন, "প্রকৃত ধর্ষকের ছবি ভেরিফায়েড পেজ ও ওয়েবসাইটে প্রকাশ করে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করুন। বাকিটা আমরা দেখব!"
অভিনয়শিল্পী যাহের আলভী ধর্ষণবিরোধী আন্দোলনের গুরুত্ব তুলে ধরে একটি স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, "একজন সাইকেলে, একজন হেঁটে—তবু দুজনেই নিজেদের লক্ষ্যে এগিয়ে চলেছে। এবার আমাদেরও এগিয়ে যেতে হবে, ন্যায়বিচারের পথে!"
দেশের মানুষ এখন প্রতীক্ষায়—এই আন্দোলন কি শুধু সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ থাকবে, নাকি ধর্ষকদের শাস্তি নিশ্চিতের জন্য বাস্তব পদক্ষেপ নেওয়া হবে?
আপনার মতামত লিখুন :