প্রকাশের আগেই আলোচনায় এম রাহিম পরিচালিত সিনেমা ‘জংলি’। আগে থেকেই জানা ছিল, আসন্ন ঈদুল ফিতরে এটি মুক্তি পাচ্ছে বাংলাদেশে। এবার এলো সিনেমাটির বিশ্বব্যাপী মুক্তির ঘোষণা।
‘জংলি’ ২৫ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, সুইডেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং ওমানে মুক্তি পাবে। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনায় থাকছে স্বপ্ন স্কেয়ারক্রো, বঙ্গজ, রিভেরিসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান।

সোমবার নতুন পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটির বৈশ্বিক মুক্তির ঘোষণা দেওয়া হয়। প্রযোজনা প্রতিষ্ঠান দ্য অভি কথাচিত্রের কর্ণধার জাহিদ হাসান অভি জানান, "আমরা চাইছিলাম ‘জংলি’ শুধু দেশেই নয়, বিশ্বজুড়ে প্রবাসী দর্শকদের কাছেও পৌঁছাক।"
‘জংলি’তে সিয়াম-বুবলী-দীঘির রহস্যময় গল্প
সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে সিনেমার ‘জনম জনম’ শিরোনামের গান, যেখানে দেখা গেছে সিয়াম ও দীঘির রোমান্স। প্রিন্স মাহমুদের কথায়, ইমরান মাহমুদুলের সংগীতায়োজনে গানটি গেয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা।
প্রি-টিজার ও গান দেখে ধারণা করা যাচ্ছে, সিয়াম ও দীঘির মধ্যে গড়ে ওঠে গভীর সম্পর্ক। কিন্তু প্রেমিকার সঙ্গে ঘটে যাওয়া এক অপ্রত্যাশিত ঘটনার জেরে বদলে যায় সিয়ামের জীবন—সে হয়ে ওঠে ‘জংলি’। ফেসবুকে প্রি-টিজ শেয়ার করে লেখা হয়েছে, "ভালো তো সবাই বাসে, কিন্তু কেউ ভালোবেসে জংলি হয় না!" এরপর তার জীবনে আসে বুবলী। তবে পোস্টার প্রকাশিত হলেও এখনো সিনেমার আরেক নায়িকা বুবলীকে ট্রেলার বা টিজারে দেখা যায়নি।
চরিত্রের জন্য ৭ মাসের প্রস্তুতি
চরিত্রকে বাস্তবসম্মত করতে ৭ মাস ধরে চুল-দাড়ি না কেটেই অভিনয় করেছেন সিয়াম। শুটিংয়ের পুরোটা সময় তিনি চরিত্রের মাঝেই থেকেছেন, যা তার অভিনয়ে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন নির্মাতা।
কেন বদলালো মুক্তির তারিখ?
‘জংলি’ প্রথমে কোরবানির ঈদে মুক্তির পরিকল্পনায় থাকলেও পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। নির্মাতা এম রাহিম বলেন, "তাড়াহুড়া করে সিনেমার কোয়ালিটিতে আপোষ করতে চাইনি। আমরা চেয়েছি, কোনো উৎসবে সিনেমাটি মুক্তি পাক। এবার দর্শকরা যখন ‘জংলি’ দেখবেন, তখন সেটি তাদের মনে গভীরভাবে দাগ কাটবে।"
সব মিলিয়ে, ঈদে দেশীয় পর্দা মাতানোর পর ‘জংলি’ এবার বিশ্বব্যাপী ঝড় তুলতে প্রস্তুত!
আপনার মতামত লিখুন :