অভিনেত্রী নাদিয়ার স্বামী গ্রেপ্তার

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ১০:২১ এএম

অভিনেত্রী নাদিয়ার স্বামী গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত

পাকিস্তানি অভিনেত্রী ও উপস্থাপক নাদিয়া হোসেনের স্বামী আতিফ মুহাম্মদ খানকে অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করেছে দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)।

ডেইলি পাকিস্তান-এর প্রতিবেদনে বলা হয়েছে, একটি বেসরকারি ব্যাংক থেকে ৫০ কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ব্যাংকের গ্রুপ প্রধানের অভিযোগের ভিত্তিতে করাচির করপোরেট ক্রাইম সার্কেল-এ মামলা দায়ের করা হয়। মামলার এফআইআর নম্বর ৯/২৫।

এফআইএ কর্মকর্তারা জানিয়েছেন, তদন্তে একশ’ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাতের তথ্য উঠে এসেছে। অভিযোগ অনুযায়ী, আতিফ মুহাম্মদ ব্যাংকের সিএফও ও অন্যান্য কর্মকর্তার সহায়তায় জালিয়াতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি ব্যাংকিং নিয়ম লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার এবং আর্থিক লেনদেনে প্রতারণার মাধ্যমে বড় অঙ্কের অর্থ আত্মসাৎ করেছেন।

মামলার বিবরণ অনুযায়ী, আতিফ মুহাম্মদ ব্যাংকের সিকিউরিটিজ বিভাগের সিইও থাকাকালীন সময়ে বিভিন্ন অনিয়মে জড়িত ছিলেন। তিনি কোম্পানির হিসাব জালিয়াতি, বেআইনি লেনদেন এবং আর্থিক নথিপত্র পরিবর্তনের মাধ্যমে তহবিলের অব্যবস্থাপনা আড়াল করার চেষ্টা করেন।

২০০৩ সালে নাদিয়া হোসেন ও আতিফ মুহাম্মদ খান বিয়ে করেন। এই দম্পতির চার সন্তান রয়েছে। আতিফ মুহাম্মদ দীর্ঘদিন ধরে ব্যাংকিং খাতে কাজ করেছেন এবং উচ্চপদস্থ একজন কর্মকর্তা ছিলেন। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তাধীন ।

আরবি/শিতি

Link copied!