করণের ওজন কমানোর রহস্য উন্মোচন

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ১১:৫৭ এএম

করণের ওজন কমানোর রহস্য উন্মোচন

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি করণ জোহরকে সোশ্যাল মিডিয়ায় দেখে অনেকেই চমকে উঠেছেন। হঠাৎ করেই খুব রোগা হয়ে গেছেন জনপ্রিয় এই পরিচালক। তার ওজন কমানো নিয়ে ভক্তদের কৌতূহল যেন থামছেই না। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, তিনি অসুস্থ কি না, আবার অনেকে মনে করছেন, হয়তো কোনো দামি ট্রিটমেন্ট বা ওষুধের সাহায্যে তিনি ওজন কমিয়েছেন। তবে এতদিন এ বিষয়ে কোনো মন্তব্য করেননি এই বলিউড পরিচালক।

সম্প্রতি আইফা ডিজিটাল অ্যাওয়ার্ডস ২০২৫-এ ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে করণ জোহর তার ওজন কমানোর রহস্য উন্মোচন করেন। তিনি বলেন, "সুস্থ থাকা, সঠিক খাবার গ্রহণ এবং নিয়মিত শরীরচর্চাই আমার ওজন কমানোর প্রধান কারণ।"

কিন্তু গুঞ্জন এখানেই থামেনি। করণের এক ঘনিষ্ঠ সূত্র দাবি করেছিল, ডায়াবেটিসের ওষুধ ‍‍‘ওজেম্পিক‍‍’ ব্যবহার করেই তিনি ওজন কমিয়েছেন। যদিও এ বিষয়ে করণ সরাসরি কিছু বলেননি, তবে তিনি জোর দিয়ে জানিয়েছেন, পরিশ্রম ও শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনই তার ট্রান্সফরমেশনের মূল চাবিকাঠি।

সম্প্রতি বলিউডে ওজন কমানোর জন্য ওজেম্পিক ও মুনজারো ওষুধের ব্যবহার বেশ আলোচিত। করণের বন্ধু মহীপ কাপুর এক সাক্ষাৎকারে এই ওষুধের প্রসঙ্গ তোলার পর থেকেই গুঞ্জন শুরু হয়। তবে করণের সাম্প্রতিক বক্তব্য স্পষ্ট করেছে যে, তিনি একমাত্র ডায়েট ও ব্যায়ামের মাধ্যমেই ওজন কমিয়েছেন।

খাবারের ব্যাপারে বরাবরই সচেতন করণ জোহর। তিনি পুষ্টিকর ও পরিমিত পরিমাণ খাবার খান, যা তার ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করেছে। তবে তিনি স্বীকার করেছেন, ওজন ধরে রাখা তার জন্য সহজ ছিল না। কঠোর ডায়েট ও নিয়মিত শরীরচর্চা করেই তিনি নিজের ফিটনেস বজায় রেখেছেন।

করণ জোহরের বক্তব্য অনুযায়ী, সুস্থ ও আকর্ষণীয় থাকার কোনো শর্টকাট নেই। তিনি বলেন, "নিয়মিত শরীরচর্চা ও সঠিক খাদ্যাভ্যাসই সুস্থ ও ফিট থাকার একমাত্র উপায়।"

জেনারেশন জি-এর বলিউডেও করণ জোহরের জনপ্রিয়তা অটুট রয়েছে। তার কাজ যেমন দর্শকদের প্রশংসা কুড়িয়েছে, তেমনই তার ওজন কমানোর জার্নিও সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে।

আরবি/শিতি

Link copied!