প্রথমবার শ্যামল-সাবিলা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১০, ২০২৫, ০৭:২৪ পিএম

প্রথমবার শ্যামল-সাবিলা

অভিনেতা শ্যামল মাওলা ও অভিনেত্রী সাবিলা নূর

নাটক, সিনেমা এবং ওটিটি প্ল্যাটফর্ম, তিন মাধ্যমেই অনবদ্য অভিনয় দিয়ে নিজেকে চিনিয়েছেন অভিনেতা শ্যামল মাওলা। একটা সময় টিভি নাটকেই তার ব্যস্ততা ছিল বেশি। সিনেমাতেও অভিনয় করে প্রশংসা কুঁড়িয়েছেন তিনি। 

এখন ওটিটি প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি পাওয়া যায় তাকে। দর্শকের কাছে প্রিয় একজন অভিনেতা হয়ে উঠেছেন তিনি। স্ক্রিনে শ্যামল মাওলার উপস্থিতি, তার চোখের এক্সপ্রেশন আর সংলাপ প্রক্ষেপণ তার সমসাময়িক অনেক অভিনেতার চেয়ে আলাদা। যে কারণে তার চরিত্রগুলোও হয়ে ওঠে ভিন্ন রকম।

অন্যদিকে, টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। অনবদ্য অভিনয় দিয়ে তিনি চলতি প্রজন্মের একজন শীর্ষ অভিনেত্রী। সাবিলাও ওটিটি প্ল্যাটফর্মে কাজ করে আলোচনায় এসেছেন। গত বছরের শেষপ্রান্তে শিহাব শাহীনের ‘গোলাম মামুন’ ওয়েব সিরিজে অনবদ্য অভিনয়ের জন্য পুরস্কৃতও হয়েছেন।

প্রথমবারের মতো জুটি বেঁধে একটি একক নাটকে অভিনয় করেছেন শ্যামল ও সাবিলা। নাটকের নাম ‘মাকড়শা’। এটি আগামী ঈদে দীপ্ত টিভিতে প্রচারের জন্য নির্মিত হয়েছে। নাটকটি রচনা করেছেন রেবেকা সুলতানা কেয়া। নির্মাণ করেছেন রাগীব রায়হান পিয়াল। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।

সাবিলা নূর বলেন, ‘সাসপেন্স আর থ্রিলারেই গল্প এগিয়ে যাবে। শেষটা দেখার জন্য দর্শক অপেক্ষায় থাকবেন নিশ্চিত। মাকড়শা’র গল্প এবং আমার চরিত্রটি খুব ভালো লেগেছে। মন দিয়ে কাজটি করার চেষ্টা করেছি। আশা করছি, ভালো লাগবে দর্শকের।’

পরিচালক পিয়াল বলেন, ‘নাটকে প্রথমবার তারা দুজন একসঙ্গে অভিনয় করেছেন। দুজনই এককথায় দারুণ অভিনয় করেছেন। আমি খুবই আশাবাদী মাকড়শা নাটকটি নিয়ে। আমার বিশ্বাস গল্পটা যেমন একেবারেই অন্যরকম, সেই সঙ্গে তারা দুজন যেমন দুর্দান্ত অভিনয় করেছেন তাতে দর্শকও ভীষণ মুগ্ধ হবেন।’

এরই মধ্যে অনলাইনে প্রচারে এসেছে শ্যামল মাওলার নতুন ওভিসি ‘গোল্ডেন প্লাস টিভি’। এটি নির্মাণ করেছেন মোস্তফা তারিক হাদী। সুমন ধর পরিচালিত ‘আগন্তুক’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি। যা আইস্ক্রিনে দেখা যাচ্ছে। 

বৈশাখী টিভিতে নিয়মিত প্রচার হচ্ছে শ্যামল মাওলা অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘সবুজ গ্রাম পাথরের শহর’। এটি নির্মাণ করেছেন রুমান রুনি। এদিকে, এবারের বইমেলায় সাবিলা নূরের লেখা প্রথম বই প্রকাশিত হয়েছে। বইটির নাম ‘ভালোবাসা অতঃপর’। বইটিতে দশ রকমের দশটি গল্প আছে বলে জানান সাবিলা।
 

রূপালী বাংলাদেশ

Link copied!