সম্প্রতি একটা লম্বা সময় ধরে আলোচনায় আছেন দেশের আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও গায়ক শেখ সাদী। এই দুই তারকাকে ঘিরে বর্তমানে যে গুঞ্জনটি সবচেয়ে আলোচিত, সেটি হচ্ছে তাদের প্রেমের সম্পর্ক। এই একটি কারণেই একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন তারা।
কিছুদিন আগেই কোনো এক পুরুষের বাহুডোরে মাথা রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিয়েছিলেন পরীমণি। যদিও সেই ব্যক্তির চেহারা প্রকাশ করেননি, তবুও তাকে শেখ সাদী বলেই ধরে নিচ্ছে নেটিজেনরা। এ নিয়েও হয় বেশ আলোচনা। তবে সেসব আলোচনা, গুঞ্জন মোটেও পাত্তা দিচ্ছেন না পরীমণি ও শেখ সাদী।
এতসব আলোচনা-সমালোচনার মাঝেও নিজেদের জগতে বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কই বজায় রাখতে দেখা যাচ্ছে দুজনকে। সোশ্যাল মিডিয়ায় একে অন্যের পোস্টে মন্তব্য করছেন, খুনসুটিও করছেন।
এরই ধারাবাহিকতায়, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন পরীমণি। সেই পোস্টেও মন্তব্য করেছেন শেখ সাদী।
সেখানে সাদী জানান, ‘খাবার খেতে কষ্ট হলে তাকে যেন পরী কল করেন।’ তার মন্তব্যের জবাবে পরী জানান যে, ‘তার ফোনে কল দেওয়ার মতো টাকা নেই।’
পরীর সেই পোস্টে সাদী মন্তব্য করেছেন, ‘আপনি নিশ্চয়ই আল্লাহ তায়ালার অনেক প্রিয়। আমার কেন যেন মনে হয় এই বিষয়টা আপনি নিজেও উপলব্ধি করতে পারেন। আল্লাহ আপনার সাথে আছেন এবং উনি অবশ্যই আপনার জন্য দারুণ কিছু পরিকল্পনা করে রেখেছেন।
নিজেকে কখনোই একা ভাববেন না যার সাথে আল্লাহ আছেন তার আর কিছু লাগে নাকি। আপনার হাসি ধরে রাখার জন্যে আল্লাহ আপনাকে সাহিম আর প্রিয়ম কে তো দিয়েই দিছে। আপনাকে এত সুন্দর হাসি দিয়েছে যেহেতু এটাকে একদমই বৃথা যেতে দিবেন না । হাসি খুশি থাকুন, জীবনকে উপভোগ করুন । এরপরেও খেতে কষ্ট হলে feel free to call me।’
সাদীর সেই মন্তব্যের জবাবে পরীমণি লিখেন, ‘শেখ সাদী পিচ্চি পোলা, তোরে ফোন দেওয়ার মতো টাকা নাই রে আমার ফোনে সোনা।’
এদিকে দুজনের এই খুনসুটি নজর এড়ায়নি ভক্তদের। দুজনকে নিয়ে আবারও চলছে আলোচনা, গুঞ্জন। নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাতে ব্যস্ত হয়ে পড়েছেন। আবার কারো কারো মতে, দুজনের এই সম্পর্কটা একেবারেই বন্ধুত্ব।
বেশ কয়েকদিন পরিচয় হলেও সম্প্রতি আদালত চত্বরে একসঙ্গে দেখা যায় পরীমণি ও শেখ সাদীকে। এর আগে প্রকাশ্যে তাদের দেখা যায়নি। পরীমণির এক মামলায় তার জামিনদার হন শেখ সাদী। এর পর থেকে পরীমণি ও শেখ সাদী বেশ চর্চিত নাম। তবে প্রেমের গুঞ্জনের বিষয়ে দুজনেই স্পষ্ট জবাব দিয়েছেন যে, তারা শুধুই ভালো বন্ধু। এখানে অন্যকিছুই নেই।
আপনার মতামত লিখুন :