ফিল্মফেয়ারে মোশাররফ-চঞ্চলের লড়াই

বিনোদন ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০২:১০ পিএম

ফিল্মফেয়ারে মোশাররফ-চঞ্চলের লড়াই

ছবিঃ সংগৃহীত

আগামী ১৮ মার্চ কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বলিউড ও অন্যান্য ইন্ডাস্ট্রির জন্য অন্যতম মর্যাদাপূর্ণ ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। এবারের আসরে ২০২৪ সালে মুক্তি পাওয়া পশ্চিমবঙ্গের সিনেমাগুলো থেকে সেরা সিনেমা, শিল্পী ও কলাকুশলীদের স্বীকৃতি দেওয়া হবে। পাশাপাশি, ভারতের অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যও আলাদা বিভাগে পুরস্কার থাকছে।

বাংলা সিনেমার জন্য বিশেষভাবে চালু করা হয়েছে ‍‍‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা‍‍’, যেখানে টলিউডের পাশাপাশি কাজ করা বাংলাদেশি তারকারাও জায়গা করে নিয়েছেন মনোনয়ন তালিকায়।

সোমবার (১১ মার্চ) প্রকাশিত মনোনয়ন তালিকায় বাংলাদেশি তিন অভিনেতার নাম উঠে এসেছে। চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম ও জয়া আহসান এবার টলিউডে তাঁদের অভিনয়ের স্বীকৃতি পেতে পারেন।

প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ দিয়ে টলিউডে অভিষেক হয়েছে চঞ্চল চৌধুরীর। সৃজিত মুখার্জির পরিচালিত এই সিনেমায় অভিনয়ের জন্য সমালোচক বিভাগে সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন তিনি।

এদিকে, একই বিভাগে মনোনীত হয়েছেন মোশাররফ করিমও। ব্রাত্য বসু পরিচালিত ‘হুব্বা’ সিনেমায় গ্যাংস্টার হুব্বা শ্যামলের চরিত্রে অভিনয় করে মনোনয়ন পেয়েছেন তিনি। অর্থাৎ, সেরা অভিনেতার পুরস্কারের দৌড়ে রয়েছেন দুই বাংলাদেশি তারকা। একই বিভাগে অঞ্জন দত্ত, আবির চ্যাটার্জি, চন্দন সেন ও পরাণ বন্দোপাধ্যায়ও মনোনীত হয়েছেন।

প্রতিবছরের মতো এবারও ফিল্মফেয়ারের মঞ্চে আলো ছড়াতে পারেন জয়া আহসান। ‘ভূতপরী’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন।

এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে বাংলাদেশি তারকারা জয়ী হতে পারেন কি না, তা জানতে অপেক্ষা করতে হবে ১৮ মার্চ পর্যন্ত।

আরবি/শিতি

Link copied!