অমিতাভ বচ্চন, যিনি দীর্ঘ ২৫ বছর ধরে টেলিভিশনের জনপ্রিয় প্রশ্নোত্তর অনুষ্ঠান "কৌন বনেগা ক্রোড়পতি" সঞ্চালনা করছেন। শোনা যাচ্ছে তিনি এবার অবসর নিতে চলেছেন।
দীর্ঘদিন ধরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু অভিব্যক্তি জানাচ্ছিলেন, যা থেকে এটা স্পষ্ট হচ্ছিল যে, তিনি কাজ থেকে কিছু সময় বিশ্রাম চাইছেন। তাঁর অনুরাগীদের মধ্যে এই খবর নিয়ে বিষণ্ণতা সৃষ্টি হয়েছে, এবং তাঁদের মাঝে অনেকেই তাঁর পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন।
তিনি নিজে একাধিক জায়গায় বলেছেন, "কৌন বনেগা ক্রোড়পতি" ছিল তাঁর দ্বিতীয় সংসার। এখন দীর্ঘ এই সম্পর্ক ছেড়ে যাওয়াটা কি এত সহজ হবে? ৮২ বছর বয়সে এসে, তিনি কি "রাগী যুবক"-এর তকমা সরিয়ে "বর্ষীয়ান" অভিধা গ্রহণ করবেন?এটি অমিতাভ বচ্চনের জীবনের একটি নতুন অধ্যায়ের সূচনা হতে পারে, কিন্তু এর সাথে তাঁর অনুরাগীরা কিছুটা মনখারাপও বোধ করছেন।
অমিতাভ নিজে কিছুই সরাসরি ঘোষণা করেননি, তবে তাঁর সঞ্চালনা জীবন নিয়ে কিছু ইঙ্গিত পাওয়া গেছে। এমনকি এই অনুষ্ঠানটির ১৫তম সিজনে তিনি আবেগঘন বিদায় নিয়েছিলেন এবং চ্যানেল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, তাঁর বিকল্প খুঁজে নেওয়ার জন্য। তবে চ্যানেল কোনো উপযুক্ত সঞ্চালক খুঁজে না পাওয়ায়, ১৬তম সিজনেও তাঁকে দেখা গেছে এবং সেটিই নাকি তাঁর শেষ পর্ব হতে পারে। গুঞ্জন শোনা যাচ্ছে যে, তাঁর পরবর্তী "হট সিট"-এ শাহরুখ খান বা ঐশ্বর্য রাই বচ্চনকে দেখতে আগ্রহী "কৌন বনেগা ক্রোড়পতি" টিম।
২৫ বছর আগে যখন অমিতাভ বচ্চন "কৌন বনেগা ক্রোড়পতি"-র মাধ্যমে ছোট পর্দায় পা রেখেছিলেন তখন তিনি ছিলেন ৫৭ বছর বয়সি। সে সময় তিনি অর্থনৈতিক সংকটে জর্জরিত ছিলেন। একের পর এক সিনেমা ফ্লপ হচ্ছিল এবং দেনার দায়ে বাড়ি বিক্রি করার পরিস্থিতি ছিল। সেই সময়ে অমিতাভ বচ্চন বাধ্য হয়ে এই শো গ্রহণ করেছিলেন যা পরবর্তীতে তাঁর জীবনে এক নতুন উত্থান ঘটায়। শোটি শুধু দেশের মধ্যে নয় আন্তর্জাতিক পরিসরেও জনপ্রিয়তা লাভ করে। এর মাধ্যমেই অমিতাভ বচ্চন আবার তার জায়গা ফিরে পান বলিউডে।