ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫

৬৭‍‍ বছর বয়সে মারা যাবেন বলিউডের দুই খান!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০১:১৭ পিএম
ছবিঃ সংগৃহীত

ভারতের জনপ্রিয় জ্যোতিষী সুশীল কুমার সিং সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন, সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান  ৬৭ বছর বয়সে মারা যাবেন। শুধু তাই নয়, সালমানের শেষ জীবন নাকি হবে দুর্বিষহ। তিনি ভয়াবহ অসুস্থতায় আক্রান্ত হবেন যা কখনোই আর সেরে উঠবে না।

সিদ্ধার্থ কান্নানের পডকাস্টে অংশ নিয়ে সুশীল কুমার দাবি করেন, "শাহরুখ খানের সময় এখন ভালো যাচ্ছে, কিন্তু ২০২৫, ২০২৬ ও ২০২৭ সাল সালমানের জন্য ভয়ংকর হতে চলেছে। এছাড়া সালমান খান নাকি এমন এক রোগে আক্রান্ত হবেন যার নাম উচ্চারণ করাও কঠিন। তিনি ধীরে ধীরে শেষ হয়ে যাবেন।"

এই ভবিষ্যদ্বাণী শুনে সালমান ও শাহরুখের অনুরাগীরা দারুণ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। তবে বিষয়টি ভালোভাবে নেননি শাহরুখ খানের এক সময়ের সহ-অভিনেত্রী সুচিত্রা।

সুচিত্রা এই ধরনের ভবিষ্যদ্বাণীকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে দাবি করেছেন। তার বক্তব্য, "এই জ্যোতিষী একবার বলেছিলেন, আমার জন্ম মার্চ মাসে, অথচ আমি নভেম্বর মাসে জন্মেছি! এর চেয়ে ভালো প্রমাণ কী হতে পারে যে, এরা শুধু মনগড়া কথা বলে লোকজনকে বিভ্রান্ত করছেন? চ্যানেল কর্তৃপক্ষ নিজেদের স্বার্থে এইসব লোকদের ব্যবহার করেন। আর তারা মিথ্যা ভবিষ্যদ্বাণী করে আলোচনায় আসেন। খ্যাতনামাদের নিয়ে কথা বলা সহজ, কারণ তারা এসব নিয়ে মাথা ঘামান না। ফলে প্রচারের স্বার্থে এসব ভিত্তিহীন কথা বলা বন্ধ হওয়া উচিত।"

সুচিত্রার মতে, এ ধরনের গুজব ছড়িয়ে মানুষকে আতঙ্কিত করা অনৈতিক। তিনি চান, চ্যানেলগুলো যেন ভবিষ্যতে এমন কুসংস্কার ও অপপ্রচারে মদদ না দেয়।