ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫

পূজায় আসছে ‘রক্তবীজ ২’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০২:২০ পিএম
ছবি: রূপালী বাংলাদেশ

তেইশের পূজার বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিল ‘রক্তবীজ’। এবার পঁচিশের পূজার পর্দায় কাঁপানোর প্রস্তুতি শুরু করলেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়। কারণ উৎসবের মৌসুমেই মুক্তি পাবে সিনেমাটির সিক্যুয়েল। গতকাল দক্ষিণ কলকাতায় আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তীকে নিয়ে ‘রক্তবীজ ২’-এর শুটিং শুরু করলেন টলিপাড়ার ‘হিটমেকার’ পরিচালকদ্বয়।

জানুয়ারি মাসেই প্রকাশ্যে এসেছিল ‘রক্তবীজ ২’-এর মোশন পোস্টার। জানা যায়, এই সিনেমার কাস্টিংয়ে বড় চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। মিমি-আবিরের পাশাপাশি দেখা যাবে নুসরাত জাহানকেও। কেবল নুসরাতই নন, সিনেমাটিতে অভিনয় করার কথা বর্ষীয়ান অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় এবং অঙ্কুশ হাজরা, কৌশানি মুখোপাধ্যায়েরও।

স্বাভাবিকভাবেই এহেন ডাকসাইটে কাস্টিং ঘিরে প্রত্যাশার পারদ চড়ছে। মঙ্গলবার সেই অশ্বমেধ যজ্ঞের পহেলা দিন। দক্ষিণ কলকাতার রাণিকুঠী এলাকার এক বাড়িতে সকাল থেকেই তোড়জোড়। নন্দিতা-শিবপ্রসাদের সেটে হাজির আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তীর পাশাপাশি কাঞ্চন মল্লিক, রাজীব বসু, দেবপ্রিয় মুখোপাধ্যায়রা। তাদের উপস্থিতিতেই ‘রক্তবীজ ২’-এর শুটিং শুরু।

প্রথম সিনেমাটিতে খাগড়াগড় বিস্ফোরণের ঘটনার প্রেক্ষাপটকে ব্যবহার করা হয়েছিল। জানা গেল, সেই ধারাবাহিকতা বজায় রেখেই তৈরি হচ্ছে ‘রক্তবীজ ২’। খাগড়াগড় বিস্ফোরণের নেপথ্যে উঠে এসেছিল একাধিক তথ্য। সেগুলো নিয়েই সাজানো হয়েছে সিক্যুয়েলের প্লট। অঙ্কুশকে দেখা যাবে খলনায়কের ভূমিকায়। 

২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত অ্যাকশন প্যাকড থ্রিলার ‘রক্তবীজ’ একের পর এক রেকর্ড গড়েছিল। বাংলার গণ্ডি পেরিয়ে জাতীয় স্তরেও বহুল প্রশংসিত হয়েছে ‘পুলু’ ওরফে দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ভূমিকায় ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের অভিনয়। এবার সিক্যুয়েলে কোন চমক দেবেন টলিপাড়ার ‘হিট মেশিন’ পরিচালকদ্বয়, নজর থাকবে সেদিকে।