ঢাকা বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

‘দ্বিধা’ নিয়ে শাকিব-ইধিকা আসছে ১৪ মার্চ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৮:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

অবশেষে প্রকাশ্যে এলো মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমার প্রথম গানের কয়েক সেকেন্ড!

রোমান্টিক ধাঁচের এ গানে আলাদাভাবে নজর কেড়েছেন শাকিব খান ও ইধিকা পালের এই জুটি।  

গানটি  শিরোনাম ‘দ্বিধা’ ইনামুল তাহসীনের কথায় এ গানটি প্রীতম হাসান কণ্ঠ ও মিউজিক দিয়েছেন।

বুধবার (১২ মার্চ) গানটির কয়েক ঝলক সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয় শাকিব খানের পেজ থেকে। আর এটিই দ্বিধা সিনেমার প্রথম গানের কয়েক সেকেন্ড দেখা গেল প্রকাশ্যে।

জানা যায়, দ্বিধা সম্পূর্ণ গানটি আগামী ১৪ মার্চ রিয়েল এনার্জি প্রডাকশন ও গায়ক প্রীতম হাসানের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।

বরবাদ পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। এতে আরও অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম ,ফজলুর রহমান বাবু। গেল সপ্তাহে প্রকাশিত হয় ‘বরবাদ’ টিজার।